Dhaka শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক : 

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ৩টা ৪২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

দেশটির আবহাওয়া সংস্থা কিউশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। সমুদ্র ১ মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯, এরপর তা সংশোধন করে জানানো হয় ভূমিকম্প আরও শক্তিশালী ছিল।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, মিয়াজাকিতে ইতিমধ্যেই ৫০ সেমি (২০ ইঞ্চি) পর্যন্ত উচ্চতর তরঙ্গ লক্ষ্য করা গেছে।

দেশটির মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পের পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। পাশাপাশি সরকার ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি পরীক্ষা করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম, উপজেলা জামায়াত আমির গ্রেফতার

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প

প্রকাশের সময় : ০৮:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ৩টা ৪২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

দেশটির আবহাওয়া সংস্থা কিউশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। সমুদ্র ১ মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯, এরপর তা সংশোধন করে জানানো হয় ভূমিকম্প আরও শক্তিশালী ছিল।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, মিয়াজাকিতে ইতিমধ্যেই ৫০ সেমি (২০ ইঞ্চি) পর্যন্ত উচ্চতর তরঙ্গ লক্ষ্য করা গেছে।

দেশটির মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পের পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। পাশাপাশি সরকার ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি পরীক্ষা করছে।