চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় ওমরাহ ভিসায় সৌদি আরব যাওয়ার পথে বিমানবন্দরে তাকে আটক করা হয়।
জানা যায়, তার বিরুদ্ধে অন্যায়ভাবে জায়গা দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজিজ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার কথা ছিল। এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তার টিকিট কাটা ছিল। খবর পেয়ে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউমার্কেট চত্বরে সংঘর্ষে আহত হন আজিজুর রহমান। পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনদিন চিকিৎসা শেষে তিনি ওমরা ভিসা নিয়ে দেশত্যাগের সময় গতকাল আটক হন।