Dhaka বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির দায়ে পাঁচ বছর নিষিদ্ধ আফগান ক্রিকেটার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • ২৬২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভাঙায় ইহসানউল্লাহ জানাতক শাস্তি দিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাঁচ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানের এই টপ অর্ডার ব্যাটারকে।

বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

কোন আইনে জানাতকে দোষী সাব্যস্ত করা হয়েছে তা জানিয়েছে আফগান বোর্ড। এক বিবৃতিতে এসিবি বলেছে, আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ২.১. ১ ভঙ্গের কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে জানাতকে। এই আইন অনুসারে ম্যাচ পাতানোর জন্য অনৈতিক প্রভাব খাটানো, আচরণবিধি লঙ্ঘন—এসব কারণে শাস্তি পেয়েছেন তিনি। সব ধরনের ক্রিকেট থেকে তাই পাঁচ বছর নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। জানাত শাস্তি মাথা পেতে নিয়েছেন। দুর্নীতিতে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন।

শুধু জানাতই নন, ম্যাচ পাতানোয় জড়িত সন্দেহে আরও তিন ক্রিকেটারের ওপর তদন্ত চালাচ্ছে এসিবির দুর্নীতিবিরোধী ইউনিট। তবে সেই তিন ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। এসিবি বলেছে, তাদের দোষ স্বীকারের ওপর নির্ভর করছে তারা জড়িত কি না। এর ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বছরের ৪ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। জানাত খেলেছেন শামসাদ ঈগলসের হয়ে। ৪ ম্যাচে ১৮ গড় ও ১৫০ স্ট্রাইকরেটে ৭২ রান করেন তিনি। ছয় দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ষষ্ঠ হয়েই শেষ করেছে শামসাদ ঈগলস।

২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন জানাত। ৩ টেস্ট ও ১৬ ওয়ানডের সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচ খেলেন তিনি। ২০ ম্যাচে ২১.৮৫ গড়ে ৪৩৭ রান করেন আফগান এই টপ অর্ডার ব্যাটার। চার ফিফটি করেছেন তিনি। ২০২২-এর জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটাই আফগানিস্তানের জার্সিতে শেষ ম্যাচ জানাতের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া

দুর্নীতির দায়ে পাঁচ বছর নিষিদ্ধ আফগান ক্রিকেটার

প্রকাশের সময় : ০৮:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভাঙায় ইহসানউল্লাহ জানাতক শাস্তি দিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাঁচ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানের এই টপ অর্ডার ব্যাটারকে।

বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

কোন আইনে জানাতকে দোষী সাব্যস্ত করা হয়েছে তা জানিয়েছে আফগান বোর্ড। এক বিবৃতিতে এসিবি বলেছে, আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ২.১. ১ ভঙ্গের কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে জানাতকে। এই আইন অনুসারে ম্যাচ পাতানোর জন্য অনৈতিক প্রভাব খাটানো, আচরণবিধি লঙ্ঘন—এসব কারণে শাস্তি পেয়েছেন তিনি। সব ধরনের ক্রিকেট থেকে তাই পাঁচ বছর নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। জানাত শাস্তি মাথা পেতে নিয়েছেন। দুর্নীতিতে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন।

শুধু জানাতই নন, ম্যাচ পাতানোয় জড়িত সন্দেহে আরও তিন ক্রিকেটারের ওপর তদন্ত চালাচ্ছে এসিবির দুর্নীতিবিরোধী ইউনিট। তবে সেই তিন ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। এসিবি বলেছে, তাদের দোষ স্বীকারের ওপর নির্ভর করছে তারা জড়িত কি না। এর ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বছরের ৪ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। জানাত খেলেছেন শামসাদ ঈগলসের হয়ে। ৪ ম্যাচে ১৮ গড় ও ১৫০ স্ট্রাইকরেটে ৭২ রান করেন তিনি। ছয় দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ষষ্ঠ হয়েই শেষ করেছে শামসাদ ঈগলস।

২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন জানাত। ৩ টেস্ট ও ১৬ ওয়ানডের সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচ খেলেন তিনি। ২০ ম্যাচে ২১.৮৫ গড়ে ৪৩৭ রান করেন আফগান এই টপ অর্ডার ব্যাটার। চার ফিফটি করেছেন তিনি। ২০২২-এর জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটাই আফগানিস্তানের জার্সিতে শেষ ম্যাচ জানাতের।