Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পোশাক কারখানা খুলবে বুধবার

নিজস্ব প্রতিবেদক : 

পোশাক তৈরির কারখানাগুলো বুধবার (৭ আগস্ট) খোলা হবে।

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জরুরি বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজিএমইএ’র পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, আজ বিজিএমইএ এক জরুরি বৈঠক করে। বৈঠকে বুধবার (৭ আগস্ট) থেকে পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। বিজিএমইএ পোশাক কারখানার মালিকদের কাল কারখানা খুলতে বলেছে। বৈঠকে কারখানা খোলার পাশাপাশি ব্যবসার বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। অধিকাংশ নেতাই অর্থনীতি সচল রাখতে কারখানা খুলে দেওয়ার পক্ষে মত দেন। কারণ কারখানা খুলে দেওয়ার সঙ্গে ব্যবসা ধরে রাখার পাশাপাশি সময়মতো শ্রমিকদের বেতন–ভাতা পরিশোধের বিষয়ও জড়িত। ফলে কারখানা চালু ছাড়া অন্য কোনো উপায় নেই। বর্তমানে নিরাপত্তা নিয়ে একধরনের শঙ্কা রয়েছে। তবে নিজেদের শ্রমিকদের দিয়েই নিরাপত্তা নিশ্চিতের কাজটি করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত ৪ আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আবারও কারখানা খোলার সিদ্ধান্ত এলো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

পোশাক কারখানা খুলবে বুধবার

প্রকাশের সময় : ১২:২০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

পোশাক তৈরির কারখানাগুলো বুধবার (৭ আগস্ট) খোলা হবে।

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জরুরি বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজিএমইএ’র পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, আজ বিজিএমইএ এক জরুরি বৈঠক করে। বৈঠকে বুধবার (৭ আগস্ট) থেকে পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। বিজিএমইএ পোশাক কারখানার মালিকদের কাল কারখানা খুলতে বলেছে। বৈঠকে কারখানা খোলার পাশাপাশি ব্যবসার বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। অধিকাংশ নেতাই অর্থনীতি সচল রাখতে কারখানা খুলে দেওয়ার পক্ষে মত দেন। কারণ কারখানা খুলে দেওয়ার সঙ্গে ব্যবসা ধরে রাখার পাশাপাশি সময়মতো শ্রমিকদের বেতন–ভাতা পরিশোধের বিষয়ও জড়িত। ফলে কারখানা চালু ছাড়া অন্য কোনো উপায় নেই। বর্তমানে নিরাপত্তা নিয়ে একধরনের শঙ্কা রয়েছে। তবে নিজেদের শ্রমিকদের দিয়েই নিরাপত্তা নিশ্চিতের কাজটি করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত ৪ আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আবারও কারখানা খোলার সিদ্ধান্ত এলো।