Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশত্যাগ

নিজস্ব প্রতিবেদক : 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির মধ্যে দেশ ছেড়ে চলে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও দেশ ছেড়েছেন।

সোমবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, গণভবন থেকে একটি হেলিকপটারে করে তাকে প্রথমে হযরত শাহজালাল বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে একটি বিশেষ ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

তবে কোন দেশে শেখ হাসিনা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

এদিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা ঘিরে রেখেছে সশস্ত্রবাহিনীর সদস্যরা। সেখানে সাজোয়াযান মোতায়েন থাকতেও দেখা গেছে। বিমানবন্দর এলাকায় পাসপোর্টধারী এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের পাস দেখে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

আজ সকালে বিমানবন্দর গোলচত্বর থেকে ভিতরের বিভিন্ন পয়েন্টে বিমানবাহিনীর সদস্যদের সশস্ত্র পাহারায় থাকতে দেখা গেছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন, হযরত শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকাভুক্ত হওয়ায় নিরাপত্তা জোরদারে সশস্ত্রবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কেউ যাতে বিমানবন্দর এলাকায় কোন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে এজন্যই এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

শেখ হাসিনার দেশত্যাগ

প্রকাশের সময় : ০৩:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির মধ্যে দেশ ছেড়ে চলে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও দেশ ছেড়েছেন।

সোমবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, গণভবন থেকে একটি হেলিকপটারে করে তাকে প্রথমে হযরত শাহজালাল বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে একটি বিশেষ ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

তবে কোন দেশে শেখ হাসিনা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

এদিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা ঘিরে রেখেছে সশস্ত্রবাহিনীর সদস্যরা। সেখানে সাজোয়াযান মোতায়েন থাকতেও দেখা গেছে। বিমানবন্দর এলাকায় পাসপোর্টধারী এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের পাস দেখে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

আজ সকালে বিমানবন্দর গোলচত্বর থেকে ভিতরের বিভিন্ন পয়েন্টে বিমানবাহিনীর সদস্যদের সশস্ত্র পাহারায় থাকতে দেখা গেছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন, হযরত শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকাভুক্ত হওয়ায় নিরাপত্তা জোরদারে সশস্ত্রবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কেউ যাতে বিমানবন্দর এলাকায় কোন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে এজন্যই এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।