Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর ঝিগাতলায় গুলিতে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক : 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীর ঝিগাতলায় গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) বিকেলে ধানমন্ডির সাইন্সল্যাব এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে আবদুল্লাহ সিদ্দিক নামে এক শিক্ষার্থী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহার কলেজের ২১-২২ শিক্ষাবর্ষের বিবিএর ছাত্র। তিনি পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকার আবু বক্করের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি জানান, ধানমন্ডি এলাকা থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ এসেছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এর আগে সায়েন্সল্যাব এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারী ও সরকার দলীয় কর্মীদের সাথে। এসময় আন্দোলনকারীরা জিগাতলার দিকে এগিয়ে যেতে চাইলে অপর দিক থেকে সরকার দলীয় কর্মীরা গুলি ছুড়তে শুরু করে। এতে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে আন্দোলনকারীরা উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় দুপুর দেড়টার দিকে। সেই সময় সংঘর্ষের মাঝে পড়া একটি প্রাইভেট কোম্পানির গাড়ি চালক সুমন বলেন, তিনি ওই সময় গুলির শব্দ শুনেছেন এবং কয়েকজনকে গুলিও করতে দেখেছেন। এছাড়াও ওই সময় ছাত্রদের হাতে পড়ে ছাত্রলীগের এক কর্মী বেধড়ক মারধরের শিকার হন। এদৃশ্য দেখে তিনি তাকে তাদের হাত থেকে ছাড়িয়ে নেন। এরপর বিকেলে আবারও সংঘর্ষ বাধে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

রাজধানীর ঝিগাতলায় গুলিতে শিক্ষার্থী নিহত

প্রকাশের সময় : ০৫:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীর ঝিগাতলায় গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) বিকেলে ধানমন্ডির সাইন্সল্যাব এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে আবদুল্লাহ সিদ্দিক নামে এক শিক্ষার্থী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহার কলেজের ২১-২২ শিক্ষাবর্ষের বিবিএর ছাত্র। তিনি পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকার আবু বক্করের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি জানান, ধানমন্ডি এলাকা থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ এসেছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এর আগে সায়েন্সল্যাব এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারী ও সরকার দলীয় কর্মীদের সাথে। এসময় আন্দোলনকারীরা জিগাতলার দিকে এগিয়ে যেতে চাইলে অপর দিক থেকে সরকার দলীয় কর্মীরা গুলি ছুড়তে শুরু করে। এতে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে আন্দোলনকারীরা উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় দুপুর দেড়টার দিকে। সেই সময় সংঘর্ষের মাঝে পড়া একটি প্রাইভেট কোম্পানির গাড়ি চালক সুমন বলেন, তিনি ওই সময় গুলির শব্দ শুনেছেন এবং কয়েকজনকে গুলিও করতে দেখেছেন। এছাড়াও ওই সময় ছাত্রদের হাতে পড়ে ছাত্রলীগের এক কর্মী বেধড়ক মারধরের শিকার হন। এদৃশ্য দেখে তিনি তাকে তাদের হাত থেকে ছাড়িয়ে নেন। এরপর বিকেলে আবারও সংঘর্ষ বাধে।