Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নীলফামারী জেলা প্রতিনিধি : 

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার সৈয়দপুরের ওয়াপদা মোড়ের নয়া বাজার ও কিশোরগঞ্জের রণচণ্ডী ইউনিয়নের জলঢাকা-রংপুর সড়কের অবিলের বাজার নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার ইপিজেড মোড় এলাকার ইলিয়াস আলীর ছেলে সুমন (২৭) ও তার ছোট ভাই সিয়াম (২২)। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ও কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল  বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত দুই ভাই মোটরসাইকেলে করে নীলফামারী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। এসময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভালুকায় ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশের সময় : ০৩:৩০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

নীলফামারী জেলা প্রতিনিধি : 

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার সৈয়দপুরের ওয়াপদা মোড়ের নয়া বাজার ও কিশোরগঞ্জের রণচণ্ডী ইউনিয়নের জলঢাকা-রংপুর সড়কের অবিলের বাজার নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার ইপিজেড মোড় এলাকার ইলিয়াস আলীর ছেলে সুমন (২৭) ও তার ছোট ভাই সিয়াম (২২)। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ও কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল  বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত দুই ভাই মোটরসাইকেলে করে নীলফামারী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। এসময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।