Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পিকআপভ্যানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ২

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর টোল প্লাজার অদূরে মধ্য রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় লটকনবাহী পিকআপ ভ্যানের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে পদ্মা সেতু উত্তর টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি চৌরাস্তা থেকে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পিকআপভ্যান চালক পলাশ চন্দ্র দাস (২৪) ও তার সহকারী জয় চন্দ্র দাস (২৫)।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, দুজনের মরদেহ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।পিকআপ ভ্যানটিতে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা করছি আমরা। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি সড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

পিকআপভ্যানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ২

প্রকাশের সময় : ০১:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর টোল প্লাজার অদূরে মধ্য রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় লটকনবাহী পিকআপ ভ্যানের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে পদ্মা সেতু উত্তর টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি চৌরাস্তা থেকে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পিকআপভ্যান চালক পলাশ চন্দ্র দাস (২৪) ও তার সহকারী জয় চন্দ্র দাস (২৫)।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, দুজনের মরদেহ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।পিকআপ ভ্যানটিতে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা করছি আমরা। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি সড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।