Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তার উপর সাপ-বেজির প্রকাশ্য লড়াই (ভিডিও)

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • ১৯০ জন দেখেছেন

রাস্তার উপর সাপ-বেজির প্রকাশ্য লড়াই

সাপ আর বেজির দেখা হওয়া মানেই তুমুল লড়াই বেধে যাওয়া। কি কারণে এ লড়াই তা নিয়ে অনেক গবেষণা হয়েছে। অনেকের মতে, জন্মগতভাবেই সাপ আর বেজি চিরশত্রু। এজন্যই লড়াই বাঁধে। আবার অনেকে মনে করেন, বেজির শরীরে এমন কোনো উপাদান আছে যাতে করে সাপে কামড় দিলেও কিছু হয় না।

সাপ-বেজির লড়াই দেখেননি এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে। সম্প্রতি প্রকাশ্যে রাস্তার ওপর কেউটে সাপের সঙ্গে বেজির লড়াইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ড. আব্দুল কাইউম নামে ভারতের এক বন কর্মকর্তা ওই ভিডিওটি তার টুইটার একাউন্টে শেয়ার করেন।

আরও পড়ুন : একটি রেসিং কবুতর বিক্রি হলো ১৭ কোটি টাকায়

এরপর গত দুদিন ধরে ভিডিওটি বহুবার রিটুইট হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জঙ্গলের ভেতরে রাস্তায় বেজি ও কেউটে সাপের লড়াইয়ের সময় রাস্তার দুপাশে গাড়ি এবং মোটরসাইকেল থামিয়ে বেশ কিছু মানুষ তা দেখছেন।

ড আব্দুল কাইউম তার টুইটার পোস্টে লিখেছেন, কোনো ‘ক্রসেডার‘ যে আগ বাড়িয়ে কোনো একটি প্রাণীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েনি, তাতে তিনি খুশী। কারণ, তার মতে, যার শক্তি বেশি সেই টিকবে-এটাই প্রকৃতির অমোঘ নিয়ম এবং তাতে হস্তক্ষেপ করা অনুচিত।

বিষাক্ত সাপকে কব্জা করার অসামান্য ক্ষমতা রয়েছে বেজির। পোস্ট করা ভিডিওর লড়াইতেও সাপটি শেষ পর্যন্ত বাঁচতে পারেনি।

 

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

রাস্তার উপর সাপ-বেজির প্রকাশ্য লড়াই (ভিডিও)

প্রকাশের সময় : ০৭:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

সাপ আর বেজির দেখা হওয়া মানেই তুমুল লড়াই বেধে যাওয়া। কি কারণে এ লড়াই তা নিয়ে অনেক গবেষণা হয়েছে। অনেকের মতে, জন্মগতভাবেই সাপ আর বেজি চিরশত্রু। এজন্যই লড়াই বাঁধে। আবার অনেকে মনে করেন, বেজির শরীরে এমন কোনো উপাদান আছে যাতে করে সাপে কামড় দিলেও কিছু হয় না।

সাপ-বেজির লড়াই দেখেননি এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে। সম্প্রতি প্রকাশ্যে রাস্তার ওপর কেউটে সাপের সঙ্গে বেজির লড়াইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ড. আব্দুল কাইউম নামে ভারতের এক বন কর্মকর্তা ওই ভিডিওটি তার টুইটার একাউন্টে শেয়ার করেন।

আরও পড়ুন : একটি রেসিং কবুতর বিক্রি হলো ১৭ কোটি টাকায়

এরপর গত দুদিন ধরে ভিডিওটি বহুবার রিটুইট হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জঙ্গলের ভেতরে রাস্তায় বেজি ও কেউটে সাপের লড়াইয়ের সময় রাস্তার দুপাশে গাড়ি এবং মোটরসাইকেল থামিয়ে বেশ কিছু মানুষ তা দেখছেন।

ড আব্দুল কাইউম তার টুইটার পোস্টে লিখেছেন, কোনো ‘ক্রসেডার‘ যে আগ বাড়িয়ে কোনো একটি প্রাণীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েনি, তাতে তিনি খুশী। কারণ, তার মতে, যার শক্তি বেশি সেই টিকবে-এটাই প্রকৃতির অমোঘ নিয়ম এবং তাতে হস্তক্ষেপ করা অনুচিত।

বিষাক্ত সাপকে কব্জা করার অসামান্য ক্ষমতা রয়েছে বেজির। পোস্ট করা ভিডিওর লড়াইতেও সাপটি শেষ পর্যন্ত বাঁচতে পারেনি।

 

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন