Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিসিবি এইচপির রোমাঞ্চকর জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ২২৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

জয়ের জন্য শেষ দিন বিসিবি এইচপি দলের দরকার ছিল ৬ উইকেট, পাকিস্তান শাহিনসের ১৬০ রান। অস্ট্রেলিয়ার ডারউইনে দুই দলের দ্বিতীয় ও শেষ চারের দিনের ম্যাচের সমীকরণটা ছিল এমন। শেষ পর্যন্ত ম্যাচটিতে ৫ রানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে মাহমুদুল হাসানের দল। জয়ের নায়কও মাহমুদুল। তবে ব্যাট হাতে নয়, বল হাতে ১৩ ওভারে ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এইচপি দলের অধিনায়ক। চার দিনের ম্যাচের সিরিজের প্রথমটি জিতেছিল পাকিস্তান শাহিনস। দ্বিতীয় ম্যাচে এইচপির জয়ে সিরিজটি ড্র হলো।

বাংলাদেশের জয়ের ভিত পাওয়া গিয়েছিল শাহিনদের প্রথম ইনিংসের শেষেই। ৭৯ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২১৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ম্যাচ জয়ের জন্য পাকিস্তানকে ২৯৬ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। জবাবে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৬ রান করে পাকিস্তান।

বাংলাদেশ ‘এ’ দলটি, মূলত বাংলাদেশের হাই পারফরমেন্স (এইচপি) দল। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ভালো করতে পারেনি তারা। তবে দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেছেন অধিনায়ক মাহমুদুল হাসান জয় ও আইচ মোল্লা।

ডারউইনে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৫৮ রান করেছিল বাংলাদেশ এইচপি। জবাবে প্রথম ইনিংসে ১৭৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান শাহীনস। বাংলাদেশ এইচপি দলকে লিড এনে দিতে ৪ উইকেট নেন রিপন মন্ডল, ৩ উইকেট নেন রেজাউর রহমান রাজা। হাসান মুরাদ ২ ও মারুফ মৃধা ১ উইকেট নেন।

বাংলাদেশ এইচপির ২য় ইনিংসেও মাহমুদুল হাসান জয় (৬৫) ও আইচ মোল্লা (৫৮) ফিফটি করেন। এই দুজনের ফিফটির পর ২১৬ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি। পাকিস্তান শাহীনসের জয়ের জন্য লক্ষ্য ছিল ২৯৬। দুই ওপেনার হাসিবউল্লাহ, শাহিবজাদা ফারহান ৯৬ রানের জুটি গড়েন। দুজনই করেন ফিফটি। অবশ্য এখানেই পথ হারায় পাকিস্তান। বিনা উইকেটে ৯৬ থেকে ৭ উইকেটে ২৩০ রানের দলে পরিণত হয় পাকিস্তান শাহীনস।

শেষ ৩ উইকেট হাতে রেখে পাকিস্তান শাহীনসের দরকার ছিল ৬৬ রান। ৮ম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে মোহাম্মদ আলি ও খুররাম শেহজাদ। পরে এই দুজনকে ফেরান মাহমুদুল হাসান জয়। হাসান মুরাদ ফয়সাল শেষ উইকেটে আকরামকে বোল্ড করলে ৫ রানের জয় পায় বাংলাদেশ এইচপি।

দ্বিতীয় ইনিংসে ২১ রান খরচে ৫ উইকেট নেন মাহমুদুল হাসান জয়। ৩ উইকেট নেন রেজাউর রহমান রাজা, বাকি ২ উইকেট যায় হাসান মুরাদের দখলে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাশত করা হবে না : প্রেস সচিব

পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিসিবি এইচপির রোমাঞ্চকর জয়

প্রকাশের সময় : ০২:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

জয়ের জন্য শেষ দিন বিসিবি এইচপি দলের দরকার ছিল ৬ উইকেট, পাকিস্তান শাহিনসের ১৬০ রান। অস্ট্রেলিয়ার ডারউইনে দুই দলের দ্বিতীয় ও শেষ চারের দিনের ম্যাচের সমীকরণটা ছিল এমন। শেষ পর্যন্ত ম্যাচটিতে ৫ রানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে মাহমুদুল হাসানের দল। জয়ের নায়কও মাহমুদুল। তবে ব্যাট হাতে নয়, বল হাতে ১৩ ওভারে ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এইচপি দলের অধিনায়ক। চার দিনের ম্যাচের সিরিজের প্রথমটি জিতেছিল পাকিস্তান শাহিনস। দ্বিতীয় ম্যাচে এইচপির জয়ে সিরিজটি ড্র হলো।

বাংলাদেশের জয়ের ভিত পাওয়া গিয়েছিল শাহিনদের প্রথম ইনিংসের শেষেই। ৭৯ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২১৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ম্যাচ জয়ের জন্য পাকিস্তানকে ২৯৬ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। জবাবে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৬ রান করে পাকিস্তান।

বাংলাদেশ ‘এ’ দলটি, মূলত বাংলাদেশের হাই পারফরমেন্স (এইচপি) দল। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ভালো করতে পারেনি তারা। তবে দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেছেন অধিনায়ক মাহমুদুল হাসান জয় ও আইচ মোল্লা।

ডারউইনে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৫৮ রান করেছিল বাংলাদেশ এইচপি। জবাবে প্রথম ইনিংসে ১৭৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান শাহীনস। বাংলাদেশ এইচপি দলকে লিড এনে দিতে ৪ উইকেট নেন রিপন মন্ডল, ৩ উইকেট নেন রেজাউর রহমান রাজা। হাসান মুরাদ ২ ও মারুফ মৃধা ১ উইকেট নেন।

বাংলাদেশ এইচপির ২য় ইনিংসেও মাহমুদুল হাসান জয় (৬৫) ও আইচ মোল্লা (৫৮) ফিফটি করেন। এই দুজনের ফিফটির পর ২১৬ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি। পাকিস্তান শাহীনসের জয়ের জন্য লক্ষ্য ছিল ২৯৬। দুই ওপেনার হাসিবউল্লাহ, শাহিবজাদা ফারহান ৯৬ রানের জুটি গড়েন। দুজনই করেন ফিফটি। অবশ্য এখানেই পথ হারায় পাকিস্তান। বিনা উইকেটে ৯৬ থেকে ৭ উইকেটে ২৩০ রানের দলে পরিণত হয় পাকিস্তান শাহীনস।

শেষ ৩ উইকেট হাতে রেখে পাকিস্তান শাহীনসের দরকার ছিল ৬৬ রান। ৮ম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে মোহাম্মদ আলি ও খুররাম শেহজাদ। পরে এই দুজনকে ফেরান মাহমুদুল হাসান জয়। হাসান মুরাদ ফয়সাল শেষ উইকেটে আকরামকে বোল্ড করলে ৫ রানের জয় পায় বাংলাদেশ এইচপি।

দ্বিতীয় ইনিংসে ২১ রান খরচে ৫ উইকেট নেন মাহমুদুল হাসান জয়। ৩ উইকেট নেন রেজাউর রহমান রাজা, বাকি ২ উইকেট যায় হাসান মুরাদের দখলে।