করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য খুবই কার্যকরী মাস্ক। এ কারণে করোনার সবচেয়ে বেশি সংক্রমিত দেশগুলোতেও মাস্ক ব্যবহার জোরদার করা হয়েছে। বাংলাদেশেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নো মাস্ক-নো সার্ভিস। যদিও সরকারি এ নির্দেশনা কেউই মানছে না।
এদিকে, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে আরও সতর্ক ও সচেতন করার উদ্দেশে কঠোর হচ্ছে সরকার। সাধারণ মানুষকে মাস্ক পরানোসহ সচেতনতা বাড়াতে রাজধানীতে শুরু হবে অভিযান; পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম এসব কথা জানান।
আরও পড়ুন : করোনার মধ্যে কার স্বার্থে হঠাৎ বাসে আগুন?
তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে গতকাল সংশ্লিষ্টদের বলে দেওয়া হয়েছে। দুই এক দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে প্রাতিষ্ঠানিক আর্থিক হিসাবের মধ্যে আনাসহ কয়েকটি উদ্দেশে ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের’ খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয় বৈঠকে।
এছাড়া জাতীয় পারমাণবিক ও তেজস্ক্রিয়তাবিষয়ক জরুরি অবস্থায় প্রস্তুতি ও সাড়াদান পরিকল্পনার খসড়াও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভা বৈঠকে।