রোমানিয়ায় একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে আগুনে পুড়েছে কমপক্ষে ১০ জন করোনা রোগী। আগুনে কমপক্ষে ৮জন কর্তব্যরত চিকিৎসকও দগ্ধ হয়েছেন বলে খবর দিয়েছে স্কাই নিউজ ও আল জাজিরা।
দেশটির জরুরি অবস্থার পরিদর্শক ইরিনা পোপা জানিয়েছেন, শনিবার রোমানিয়ার পিয়াত্রা নিমট শহরের পাবলিক হাসপাতালের করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ওয়ার্ড থেকে লাগা আগুন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন : অবসান হলো অর্ধশত বছরের রাজত্বের
সেখানে মোট ১৬ জন করোনা রোগী ছিলেন। তাদের মধ্যে ১০ জন মারা যান। গুরুতর দগ্ধ হন ডাক্তারসহ মোট ৮ জন।
রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
হাসপাতালটির বর্তমান পরিচালক লুসিয়ান মিকু বলেন, দায়িত্বরত একজন চিকিৎসক আগুনে পোড়া রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।