Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার এশিয়া কাপের আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে নারীদের এশিয়া কাপ। আট দলের অংশগ্রহণে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরের ফাইনাল হবে ২৮ জুলাই। আসন্ন এই টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশের নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন জেসি।

শনিবার (৬ জুলাই) ফেসবুকে পোস্টে নিজের অনুভূতি জানিয়ে জেসি লেখেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো, নারী এশিয়া কাপ ২০২৪–এ নতুন যাত্রা শুরু হচ্ছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে আসন্ন নারী এশিয়া কাপের জন্য নির্বাচিত করেছে। শ্রীলঙ্কায় ১৮-২৮ জুলাই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আমার জন্য সবাই দোয়া করবেন।’

অবশ্য নারী আম্পায়ারিংয়ে বাংলাদেশের যাত্রা খুব বেশিদিনের নয়। চলতি বছরের মার্চে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ার জেসি ও মিশু চৌধুরিকে নিয়োগ দেয় বিসিবি। এরপর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেলে পাঁচ বাংলাদেশি নারীকে যুক্ত করে।

তাদের মধ্যে চারজন দেশের নারী আম্পায়ার– সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার এবং চম্পা চাকমা। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে সুপ্রিয়া রানী দাসও ওই প্যানেলে যুক্ত হয়েছেন। এই খবরও এসেছিল গত মার্চে, এবার প্রথমবার এশিয়া কাপের মতো টুর্নামেন্টে দায়িত্ব পেলেন জেসি।

এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপের মিশন। এরপর ২২ জুলাই থাইল্যান্ড ও ২৪ জুলাই মালয়েশিয়ার বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতিরা। আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ডাম্বুলায়।

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

প্রথমবার এশিয়া কাপের আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি

প্রকাশের সময় : ০৮:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে নারীদের এশিয়া কাপ। আট দলের অংশগ্রহণে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরের ফাইনাল হবে ২৮ জুলাই। আসন্ন এই টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশের নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন জেসি।

শনিবার (৬ জুলাই) ফেসবুকে পোস্টে নিজের অনুভূতি জানিয়ে জেসি লেখেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো, নারী এশিয়া কাপ ২০২৪–এ নতুন যাত্রা শুরু হচ্ছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে আসন্ন নারী এশিয়া কাপের জন্য নির্বাচিত করেছে। শ্রীলঙ্কায় ১৮-২৮ জুলাই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আমার জন্য সবাই দোয়া করবেন।’

অবশ্য নারী আম্পায়ারিংয়ে বাংলাদেশের যাত্রা খুব বেশিদিনের নয়। চলতি বছরের মার্চে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ার জেসি ও মিশু চৌধুরিকে নিয়োগ দেয় বিসিবি। এরপর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেলে পাঁচ বাংলাদেশি নারীকে যুক্ত করে।

তাদের মধ্যে চারজন দেশের নারী আম্পায়ার– সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার এবং চম্পা চাকমা। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে সুপ্রিয়া রানী দাসও ওই প্যানেলে যুক্ত হয়েছেন। এই খবরও এসেছিল গত মার্চে, এবার প্রথমবার এশিয়া কাপের মতো টুর্নামেন্টে দায়িত্ব পেলেন জেসি।

এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপের মিশন। এরপর ২২ জুলাই থাইল্যান্ড ও ২৪ জুলাই মালয়েশিয়ার বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতিরা। আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ডাম্বুলায়।