Dhaka মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনার কাছে হেরে বরখাস্ত ইকুয়েডর কোচ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ২১৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

গত বছরের মার্চে চার বছরের চুক্তিতে ইকুয়েডরের কোচের দায়িত্ব নিয়েছিলেন ফেলিক্স সানচেজ। তবে এক বছর পেরোতে না পেরোতেই দায়িত্বটি ছাড়তে হলো তাকে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরেছে ইকুয়েডর। হারের পরই ফেলিক্সের দায়িত্ব ছাড়ার খবর নিশ্চিত করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ)।

ইকুয়েডর ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, এফইএফ জানাচ্ছে, আজ ফেলিক্স সানচেজের সম্মতির ভিত্তিতে তার সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্কের ইতি টানার ব্যাপারে ঐক্যমতে পৌঁছানো গেছে। ফেলিক্স এবং তার কোচিং স্টাফের পেশাদারত্ব ও কাজের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের সফলতা কামনা করি।

৪৮ বছর বয়সী সানচেজ এর আগে কাতার জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত। ২০১৯ এশিয়ান কাপ জয়ের পাশাপাশি কাতারকে ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও তুলেছেন। বিশ্বকাপে কাতার গ্রুপ পর্বে সব ম্যাচ হারার পর ফেলিক্সের সঙ্গে আর চুক্তি নবায়ন করা হয়নি।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরকে নিয়ে ভালোই করছিলেন ফেলিক্স। ৬ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান (পঞ্চম) ব্রাজিল, প্যারাগুয়ে ও চিলির ওপরে। ইকুয়েডরের কোচ হিসেবে ১৯ ম্যাচের ১০টিতে জিতেছেন ফেলিক্স।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সোনার দাম ভরিতে কমল ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা

আর্জেন্টিনার কাছে হেরে বরখাস্ত ইকুয়েডর কোচ

প্রকাশের সময় : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

গত বছরের মার্চে চার বছরের চুক্তিতে ইকুয়েডরের কোচের দায়িত্ব নিয়েছিলেন ফেলিক্স সানচেজ। তবে এক বছর পেরোতে না পেরোতেই দায়িত্বটি ছাড়তে হলো তাকে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরেছে ইকুয়েডর। হারের পরই ফেলিক্সের দায়িত্ব ছাড়ার খবর নিশ্চিত করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ)।

ইকুয়েডর ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, এফইএফ জানাচ্ছে, আজ ফেলিক্স সানচেজের সম্মতির ভিত্তিতে তার সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্কের ইতি টানার ব্যাপারে ঐক্যমতে পৌঁছানো গেছে। ফেলিক্স এবং তার কোচিং স্টাফের পেশাদারত্ব ও কাজের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের সফলতা কামনা করি।

৪৮ বছর বয়সী সানচেজ এর আগে কাতার জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত। ২০১৯ এশিয়ান কাপ জয়ের পাশাপাশি কাতারকে ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও তুলেছেন। বিশ্বকাপে কাতার গ্রুপ পর্বে সব ম্যাচ হারার পর ফেলিক্সের সঙ্গে আর চুক্তি নবায়ন করা হয়নি।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরকে নিয়ে ভালোই করছিলেন ফেলিক্স। ৬ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান (পঞ্চম) ব্রাজিল, প্যারাগুয়ে ও চিলির ওপরে। ইকুয়েডরের কোচ হিসেবে ১৯ ম্যাচের ১০টিতে জিতেছেন ফেলিক্স।