স্পোর্টস ডেস্ক :
কোপা আমেরিকার অন্যতম সফল দল উরুগুয়ে। এ আসরে সর্বোচ্চ শিরোপা জয়ের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে তারা। এবারের আসরেও চ্যাম্পিয়নদের মতোই শুরুটা করলো মার্সেলো বিয়েলসার শিষ্যরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পানামাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
সোমবার (২৪ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় সি-গ্রুপের ম্যাচে হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের চেপে বসে উরুগুয়ে।
৮ মিনিটে উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের।
ম্যাতিয়াস ভিনার পাস থেকে ম্যাক্সিমিলিয়ানোর ড বক্সের বাইরে থেকে নেওয়া বাম পায়ের শট খুঁজে পায় গোলের নিশানা। ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
১৯ মিনিটে আরাসকায়েতার হেড দারুণভাবে সেভ করেন পানামার গোলরক্ষক। ৩০ মিনিটে ডারউইন নুনেজের ভলি শটও তালুবন্দি করেন এই গোলরক্ষক। প্রথমার্ধের যোগ করা সময়ে হোসে ফাহার্দোর বাইসাইকেল কিক একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় পানামা।
বিরতির পর গোল শোধের জন্য মরিয়া চেষ্টা চালায় পানামা। উরুগুয়েও লিড বাড়িয়ে নেওয়ার জন্যেই খেলতে থাকে। তাতে ম্যাচের শেষ মুহূর্তে ৮৬ মিনিটে এগিয়ে যায় পনেরোবারের চ্যাম্পিয়নরা। দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন দারউইন নুনেজ। তার ভলি শট খুঁজে পায় গোলের ঠিকানা।
এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ভিনা গোল করে দলের ব্যবধান তিনে নিয়ে যান। উরুগুয়ে যখন বড় জয় নিয়ে মাঠ ছাড়তে যাবে, ঠিক তখনিই এক গোল শোধ করে পানামা। ৯৫তম মিনিটে সান্ত্বনাসূচক গোলটি করেন মিখাইল মুরিলো।
মুরিলো এই গোলটি দলের জন্য সান্ত্বনাই ছিল। তাছাড়া ম্যাচের ফলে তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি। এই ম্যাচে ৫৫ শতাংশ বল দখলে রেখেছিল উরুগুয়ে আর পানামা ৪৫ শতাংশ। দুদল মিলে গোলমুখে শট নিয়েছে ৩০টি। যার মধ্যে মাত্র ১০টি শট নিয়েছে পানামা।
এই জয়ে পয়েন্ট টেবিলে গ্রুপ সি-তে শীর্ষে অবস্থান করেছে উরুগুয়ে। ১ ম্যাচ খেলে ১ জয়ে তিন পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান যুক্তরাষ্ট্রের। পানামা আছে টেবিলের তিনে।