Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের একদিন পর পদ্মা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ীতে পদ্মায় ডুবে নিখোঁজের একদিন পর আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ জুন) সকাল ৬টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয় আড়াই বছর বয়সী শিশু আব্দুর রহমান। সে মহাদেবপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী বিপ্লব মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে শিশু আব্দুর রহমান বড় ভাই সিমরান বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় তার পেছন পেছন তাকে অনুসরণ করে আব্দুর রহমান। তবে রহমানের যাওয়ার বিষয়টি খেয়াল করেনি সিমরান। সিমরান গোসল করে বাড়িতে চলে আসে। এরপর থেকে আব্দুর রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সিমরানের পেছনে রহমানকে যারা নদীর দিকে যেতে দেখেছে তারা বিষয়টি জানালে নদীসহ বিভিন্ন স্থানে আব্দুর রহমানকে খোঁজাখুঁজি হয়। শুক্রবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে নদীতে ভাসতে দেখে জেলেরা মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, পদ্মা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি

নিখোঁজের একদিন পর পদ্মা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ীতে পদ্মায় ডুবে নিখোঁজের একদিন পর আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ জুন) সকাল ৬টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয় আড়াই বছর বয়সী শিশু আব্দুর রহমান। সে মহাদেবপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী বিপ্লব মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে শিশু আব্দুর রহমান বড় ভাই সিমরান বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় তার পেছন পেছন তাকে অনুসরণ করে আব্দুর রহমান। তবে রহমানের যাওয়ার বিষয়টি খেয়াল করেনি সিমরান। সিমরান গোসল করে বাড়িতে চলে আসে। এরপর থেকে আব্দুর রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সিমরানের পেছনে রহমানকে যারা নদীর দিকে যেতে দেখেছে তারা বিষয়টি জানালে নদীসহ বিভিন্ন স্থানে আব্দুর রহমানকে খোঁজাখুঁজি হয়। শুক্রবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে নদীতে ভাসতে দেখে জেলেরা মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, পদ্মা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।