Dhaka বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। প্রথম লেগে বাংলাদেশের ওপর ছড়ি ঘুরিয়েছিল অস্ট্রেলিয়া। জিতেছিল ৭-০ গোলে। তবে এবার ঘরের মাঠে তাদের খুব বেশি সময় চড়াও হতে দেয়নি বাংলাদেশ। দুটি গোল হজম করলও শক্তিশালী এই দলটির বিপক্ষে উপহার দিয়েছে ভিন্ন ধরনের ফুটবল।

বৃহস্পতিবার (৬ জুন) বসুন্ধরা কিংস অ্যারেনায় রেফারি বাঁশি বাজার পর আক্রমণ শানাতে থাকে অস্ট্রেলিয়া। কিন্তু মেহেদী মিঠুর আত্মঘাতি গোল না হলে প্রথমার্ধের স্কোরলাইনটা হতো গোলশূন্য। অর্থাৎ র‌্যাংকিংয়ে প্রায় ১৬০ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে প্রায় বোতলবন্দী করে রেখেছিল স্বাগতিকরা। রক্ষণ সামলে বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করেছিল কয়েকবার। তবে প্রথমার্ধে অনটার্গেট শট নিতে পারেনি একটিও।

ম্যাচের শুরু থেকেই বল দখলের দাপটে ছিল অস্ট্রেলিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দলের বিপক্ষে জাল বাঁচাতে মরিয়া ছিল বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম আক্রমণে যায় অসিরা। কিন্তু বাংলাদেশ গোলরক্ষক মিতুল মার্মা সেই যাত্রায় রক্ষা করেন বাংলাদেশকে। এদিন ম্যাচের ২৮ মিনিট পরযন্ত অস্ট্রেলিয়ার মতো দলকে ঠেকিয়ে রেখেছিল।

কিন্তু এরপরের মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে পিছিয়ে পড়ে। হাইলাইন ডিফেন্স খেলে বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক পরীক্ষা নিয়েছে সকারুরা। বাংলাদেশও লড়াই ছিল সমানে সমান। এর মধ্যে ২৯তম মিনিটে আত্মঘাতী গোলে কপাল পুড়ে বাংলাদেশের। ডি বক্সের ডান দিক থেকে লম্বা শট নেন অসি মিডফিল্ডার রাস্টিক। কিন্তু তার শট বার ছোঁয়ার ব্যবস্থা করে দিলেন বাংলাদেশি ডিফেন্ডার মেহেদি হাসান।

বাংলাদেশি ফুটবলারের পায়ে লেগেই বল চলে যায় স্বাগতিকদের জালে। আর অস্ট্রেলিয়ার পেয়ে যায় ১-০ ব্যবধানের লিড। এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। তবে আর কোনো গোল না হলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পাঁচ জন ফুটবলার পরিবর্তন করে। জামাল ভূঁইয়াকে একাদশের বাইরে রেখেই আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। জামাল এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ম্যাচই খেলেছেন। তবে মাঝমাঠে মোহাম্মদ হৃদয়, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র চেষ্টা করেছেন। যদিও জামালকে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কোচ চোট পাওয়া সোহেল রানা জুনিয়রের জায়গায় মাঠে নামিয়েছেন।

অস্ট্রেলিয়া দ্বিতীয় গোলটি পায় ম্যাচের ৬২ মিনিটে। একটি সম্মিলিত আক্রমণ থেকে জর্ডান ব্রস বাংলাদেশের গোলমুখে যে ক্রস ফেলেন, তাতে খুব সহজেই মাথায় ছুঁইয়ে গোল করেন কুসিনি ইয়েঙ্গি। ছয় ফুটের ওপর লম্বা ইয়েঙ্গিকে হেডটি করতে খুব বেগ পেতে হয়নি। পুরো ম্যাচেই রক্ষণে লো ব্লক করে অস্ট্রেলিয়ার আক্রমণগুলো ব্যর্থ করে দিতে পেরেছে বাংলাদেশ। কিন্তু বাতাসে ভাসা বল নিয়ে যে শঙ্কা আগে থেকে ছিল, সেটিই সত্যি হলো ৬২ মিনিটে।

দ্বিতীয়ার্ধে চারটি বদল আনেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। তারিক কাজীর বদলে নামেন শাকিল আহমেদ, সাদউদ্দিনের জায়গায় রিমন হোসেন, সোহেল রানা সিনিয়রের জায়গায় চন্দন রায়। এরপর ইসা ফয়সালের জায়গায় নামেন রহমত মিয়া। উদ্দেশ্য পরিষ্কার—গোল খাওয়া যাবে না, যেকোনো মূল্যেই গোলের ব্যবধান কম রাখতে হবে। সেই উদ্দেশ্য আজ সফল।

অস্ট্রেলিয়ার ডাগআউটে তাদের কোচ গ্রাহাম আরনল্ড দাঁড়িয়ে ছিলেন উদ্বেগময় চেহারা নিয়ে। মেলবোর্নে ৭-০ গোলে উড়িয়ে দেওয়া দল, ঘরের মাঠে যে প্রতিরোধ গড়ে তুলছে, সেটিই ছিল উদ্বেগের কারণ। আজকের ম্যাচে গ্রাহাম আরনল্ডের সেই চেহারাই বাংলাদেশের জন্য অনেক কিছু।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

প্রকাশের সময় : ০৯:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। প্রথম লেগে বাংলাদেশের ওপর ছড়ি ঘুরিয়েছিল অস্ট্রেলিয়া। জিতেছিল ৭-০ গোলে। তবে এবার ঘরের মাঠে তাদের খুব বেশি সময় চড়াও হতে দেয়নি বাংলাদেশ। দুটি গোল হজম করলও শক্তিশালী এই দলটির বিপক্ষে উপহার দিয়েছে ভিন্ন ধরনের ফুটবল।

বৃহস্পতিবার (৬ জুন) বসুন্ধরা কিংস অ্যারেনায় রেফারি বাঁশি বাজার পর আক্রমণ শানাতে থাকে অস্ট্রেলিয়া। কিন্তু মেহেদী মিঠুর আত্মঘাতি গোল না হলে প্রথমার্ধের স্কোরলাইনটা হতো গোলশূন্য। অর্থাৎ র‌্যাংকিংয়ে প্রায় ১৬০ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে প্রায় বোতলবন্দী করে রেখেছিল স্বাগতিকরা। রক্ষণ সামলে বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করেছিল কয়েকবার। তবে প্রথমার্ধে অনটার্গেট শট নিতে পারেনি একটিও।

ম্যাচের শুরু থেকেই বল দখলের দাপটে ছিল অস্ট্রেলিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দলের বিপক্ষে জাল বাঁচাতে মরিয়া ছিল বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম আক্রমণে যায় অসিরা। কিন্তু বাংলাদেশ গোলরক্ষক মিতুল মার্মা সেই যাত্রায় রক্ষা করেন বাংলাদেশকে। এদিন ম্যাচের ২৮ মিনিট পরযন্ত অস্ট্রেলিয়ার মতো দলকে ঠেকিয়ে রেখেছিল।

কিন্তু এরপরের মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে পিছিয়ে পড়ে। হাইলাইন ডিফেন্স খেলে বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক পরীক্ষা নিয়েছে সকারুরা। বাংলাদেশও লড়াই ছিল সমানে সমান। এর মধ্যে ২৯তম মিনিটে আত্মঘাতী গোলে কপাল পুড়ে বাংলাদেশের। ডি বক্সের ডান দিক থেকে লম্বা শট নেন অসি মিডফিল্ডার রাস্টিক। কিন্তু তার শট বার ছোঁয়ার ব্যবস্থা করে দিলেন বাংলাদেশি ডিফেন্ডার মেহেদি হাসান।

বাংলাদেশি ফুটবলারের পায়ে লেগেই বল চলে যায় স্বাগতিকদের জালে। আর অস্ট্রেলিয়ার পেয়ে যায় ১-০ ব্যবধানের লিড। এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। তবে আর কোনো গোল না হলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পাঁচ জন ফুটবলার পরিবর্তন করে। জামাল ভূঁইয়াকে একাদশের বাইরে রেখেই আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। জামাল এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ম্যাচই খেলেছেন। তবে মাঝমাঠে মোহাম্মদ হৃদয়, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র চেষ্টা করেছেন। যদিও জামালকে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কোচ চোট পাওয়া সোহেল রানা জুনিয়রের জায়গায় মাঠে নামিয়েছেন।

অস্ট্রেলিয়া দ্বিতীয় গোলটি পায় ম্যাচের ৬২ মিনিটে। একটি সম্মিলিত আক্রমণ থেকে জর্ডান ব্রস বাংলাদেশের গোলমুখে যে ক্রস ফেলেন, তাতে খুব সহজেই মাথায় ছুঁইয়ে গোল করেন কুসিনি ইয়েঙ্গি। ছয় ফুটের ওপর লম্বা ইয়েঙ্গিকে হেডটি করতে খুব বেগ পেতে হয়নি। পুরো ম্যাচেই রক্ষণে লো ব্লক করে অস্ট্রেলিয়ার আক্রমণগুলো ব্যর্থ করে দিতে পেরেছে বাংলাদেশ। কিন্তু বাতাসে ভাসা বল নিয়ে যে শঙ্কা আগে থেকে ছিল, সেটিই সত্যি হলো ৬২ মিনিটে।

দ্বিতীয়ার্ধে চারটি বদল আনেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। তারিক কাজীর বদলে নামেন শাকিল আহমেদ, সাদউদ্দিনের জায়গায় রিমন হোসেন, সোহেল রানা সিনিয়রের জায়গায় চন্দন রায়। এরপর ইসা ফয়সালের জায়গায় নামেন রহমত মিয়া। উদ্দেশ্য পরিষ্কার—গোল খাওয়া যাবে না, যেকোনো মূল্যেই গোলের ব্যবধান কম রাখতে হবে। সেই উদ্দেশ্য আজ সফল।

অস্ট্রেলিয়ার ডাগআউটে তাদের কোচ গ্রাহাম আরনল্ড দাঁড়িয়ে ছিলেন উদ্বেগময় চেহারা নিয়ে। মেলবোর্নে ৭-০ গোলে উড়িয়ে দেওয়া দল, ঘরের মাঠে যে প্রতিরোধ গড়ে তুলছে, সেটিই ছিল উদ্বেগের কারণ। আজকের ম্যাচে গ্রাহাম আরনল্ডের সেই চেহারাই বাংলাদেশের জন্য অনেক কিছু।