Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের লিগে প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক : 

অস্ট্রেলিয়া জাতীয় দলের বর্তমান অধিনায়ক টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক প্যাট কামিন্স। চলতি বছরের শুরুতেই ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে এই দায়িত্ব দিয়েছে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ফরম্যাটের দায়িত্ব আছে মিচেল মার্শের হাতে।

অস্ট্রেলিয়ার মতো দলের দুটি ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে থাকলে চাপটা বেশি থাকবে এটাই স্বাভাবিক। তাই তো ফ্রাঞ্চাইজি লিগে খুব একটা দেখা যায় না কামিন্সকে। দেশের বাইরে সম্প্রতি আইপিএল খেলে এসেছেন, তার নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ ফাইনাল পর্যন্ত গিয়েছিল। যদিও কলকাতার কাছে পরাজয় হজম করতে হয়েছে তার দলকে।

২০১৮-১৯ মৌসুম থেকে নিজেদের ঘরের ফ্র্যাঞ্চাইজি লিগ বিগব্যাশেও খেলেন না। তবে যুক্তরাষ্ট্রে আসন্ন ফ্রাঞ্চাইজি লিগ মেজর ক্রিকেট লিগে নাম লেখালেন এই অজি বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এমএলসির দ্বিতীয় মৌসুমে কামিন্সের দল সানফ্রান্সিসকো ইউনিকর্নস। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে যে তিনি খেলবেন, তা নিয়ে আলোচনা চলছিল গত কয়েক দিন ধরে। অবশেষে সানফ্রান্সিসকোর সঙ্গে চার বছরের চুক্তি করেছেন কামিন্স। যুক্তরাষ্ট্রের এই ফ্র্যাঞ্চাইজিটিতে আছেন তাঁর আরেক স্বদেশি জেক ফ্রেজার ম্যাকগার্ক।

একের পর এক ক্রিকেটবিশ্বে সব বড় তারকারা নাম লেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের আসন্ন এই লিগে। সাকিব আল হাসান, ট্রাভিস হেড, ডেভিড মিলার, এইডেন মার্করামদের পর এই তালিকায় এবার তাই যুক্ত দলেন কামিন্সও।

এদিকে সান ফ্র্যান্সিসকোর এই দলে জাতীয় দলের সতীর্থ হিসেবে জ্যাক ফ্রেজার-ম্যাগার্ককে পাবেন কামিন্স। যুক্তরাষ্ট্রের লিগটি এরই মধ্যেই পেয়ে গেছে লিস্ট-এ ক্রিকেটের স্ট্যাটাস।

আইসিসির থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা এমএলসি পেয়েছে এবারই। কামিন্স, ম্যাকগার্ক, ম্যাক্সওয়েলদের পাশাপাশি আছেন আরও অনেক অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। ওয়াশিংটন ফ্রিডমে ম্যাক্সওয়েলের সঙ্গে আছেন ট্রাভিস হেড, স্টিভ স্মিথের মতো অজি তারকারা। ৫ জুলাই এমআই নিউইয়র্ক-সিয়াটল অরকাস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এমএলসির দ্বিতীয় মৌসুম। সাকিবের দল লস অ্যাঞ্জেলেস ৬ জুলাই বাংলাদেশ সময় সকালে খেলবে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে। টুর্নামেন্টের বাকি দুই দল সানফ্রান্সিসকো ও ওয়াশিংটন। ফাইনাল হবে ২৯ জুলাই ডালাসে বাংলাদেশ সময় সকালে।

সানফ্রান্সিসকোর হয়ে খেলতে তর সইছে না কামিন্সের। ফ্র্যাঞ্চাইজিটির প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, এমএলসি দ্রুত গতিতে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজার ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটের সঙ্গে যেখানে আমি অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে, বৈশ্বিক যোগাযোগ, বিশেষ করে মালিকপক্ষের থেকে দীর্ঘমেয়াদি প্রস্তাব, আরও বড় পরিসরে বললে সিলিকন ভ্যালি। ক্রিকেট ছাড়িয়ে নিজেকে উপস্থাপন করার দারুণ এক সুযোগ করে দিয়েছে। আনন্দ (রাজারমন) ও ভেঙ্কি (হরিনারায়ণ) যেভাবে বিশ্বে ব্যবসা পরিচালনা করেন, আমাকে দারুণভাবে রোমাঞ্চিত করে। এর (এসএফ ইউনিকর্নস) অংশ হতে তর সইছে না।’ এসএফ ইউনিকর্নসের সহ-স্বত্বাধিকারী আনন্দ ও ভেঙ্কি। তারা সিলিকন ভ্যালির উদ্যোক্তাও।

যুক্তরাষ্ট্রের এমএলএস কামিন্সের কাছে বিদেশের দ্বিতীয় কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। অস্ট্রেলিয়ার বাইরে এর আগে একমাত্র বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি ঘরোয়া বিগ ব্যাশ লিগেও নেই ২০১৮-১৯ মৌসুম থেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

যুক্তরাষ্ট্রের লিগে প্যাট কামিন্স

প্রকাশের সময় : ১০:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

অস্ট্রেলিয়া জাতীয় দলের বর্তমান অধিনায়ক টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক প্যাট কামিন্স। চলতি বছরের শুরুতেই ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে এই দায়িত্ব দিয়েছে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ফরম্যাটের দায়িত্ব আছে মিচেল মার্শের হাতে।

অস্ট্রেলিয়ার মতো দলের দুটি ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে থাকলে চাপটা বেশি থাকবে এটাই স্বাভাবিক। তাই তো ফ্রাঞ্চাইজি লিগে খুব একটা দেখা যায় না কামিন্সকে। দেশের বাইরে সম্প্রতি আইপিএল খেলে এসেছেন, তার নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ ফাইনাল পর্যন্ত গিয়েছিল। যদিও কলকাতার কাছে পরাজয় হজম করতে হয়েছে তার দলকে।

২০১৮-১৯ মৌসুম থেকে নিজেদের ঘরের ফ্র্যাঞ্চাইজি লিগ বিগব্যাশেও খেলেন না। তবে যুক্তরাষ্ট্রে আসন্ন ফ্রাঞ্চাইজি লিগ মেজর ক্রিকেট লিগে নাম লেখালেন এই অজি বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এমএলসির দ্বিতীয় মৌসুমে কামিন্সের দল সানফ্রান্সিসকো ইউনিকর্নস। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে যে তিনি খেলবেন, তা নিয়ে আলোচনা চলছিল গত কয়েক দিন ধরে। অবশেষে সানফ্রান্সিসকোর সঙ্গে চার বছরের চুক্তি করেছেন কামিন্স। যুক্তরাষ্ট্রের এই ফ্র্যাঞ্চাইজিটিতে আছেন তাঁর আরেক স্বদেশি জেক ফ্রেজার ম্যাকগার্ক।

একের পর এক ক্রিকেটবিশ্বে সব বড় তারকারা নাম লেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের আসন্ন এই লিগে। সাকিব আল হাসান, ট্রাভিস হেড, ডেভিড মিলার, এইডেন মার্করামদের পর এই তালিকায় এবার তাই যুক্ত দলেন কামিন্সও।

এদিকে সান ফ্র্যান্সিসকোর এই দলে জাতীয় দলের সতীর্থ হিসেবে জ্যাক ফ্রেজার-ম্যাগার্ককে পাবেন কামিন্স। যুক্তরাষ্ট্রের লিগটি এরই মধ্যেই পেয়ে গেছে লিস্ট-এ ক্রিকেটের স্ট্যাটাস।

আইসিসির থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা এমএলসি পেয়েছে এবারই। কামিন্স, ম্যাকগার্ক, ম্যাক্সওয়েলদের পাশাপাশি আছেন আরও অনেক অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। ওয়াশিংটন ফ্রিডমে ম্যাক্সওয়েলের সঙ্গে আছেন ট্রাভিস হেড, স্টিভ স্মিথের মতো অজি তারকারা। ৫ জুলাই এমআই নিউইয়র্ক-সিয়াটল অরকাস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এমএলসির দ্বিতীয় মৌসুম। সাকিবের দল লস অ্যাঞ্জেলেস ৬ জুলাই বাংলাদেশ সময় সকালে খেলবে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে। টুর্নামেন্টের বাকি দুই দল সানফ্রান্সিসকো ও ওয়াশিংটন। ফাইনাল হবে ২৯ জুলাই ডালাসে বাংলাদেশ সময় সকালে।

সানফ্রান্সিসকোর হয়ে খেলতে তর সইছে না কামিন্সের। ফ্র্যাঞ্চাইজিটির প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, এমএলসি দ্রুত গতিতে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজার ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটের সঙ্গে যেখানে আমি অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে, বৈশ্বিক যোগাযোগ, বিশেষ করে মালিকপক্ষের থেকে দীর্ঘমেয়াদি প্রস্তাব, আরও বড় পরিসরে বললে সিলিকন ভ্যালি। ক্রিকেট ছাড়িয়ে নিজেকে উপস্থাপন করার দারুণ এক সুযোগ করে দিয়েছে। আনন্দ (রাজারমন) ও ভেঙ্কি (হরিনারায়ণ) যেভাবে বিশ্বে ব্যবসা পরিচালনা করেন, আমাকে দারুণভাবে রোমাঞ্চিত করে। এর (এসএফ ইউনিকর্নস) অংশ হতে তর সইছে না।’ এসএফ ইউনিকর্নসের সহ-স্বত্বাধিকারী আনন্দ ও ভেঙ্কি। তারা সিলিকন ভ্যালির উদ্যোক্তাও।

যুক্তরাষ্ট্রের এমএলএস কামিন্সের কাছে বিদেশের দ্বিতীয় কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। অস্ট্রেলিয়ার বাইরে এর আগে একমাত্র বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি ঘরোয়া বিগ ব্যাশ লিগেও নেই ২০১৮-১৯ মৌসুম থেকে।