স্পোর্টস ডেস্ক :
আলোচনাটা অনেক দিন ধরেই চলছিল। অবশেষে রাহুল দ্রাবিড় সবকিছু স্পষ্ট করে দিয়েছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ভারতের কোচের দায়িত্ব ছাড়ছেন তিনি।
দ্রাবিড়ের উত্তরসূরি খুঁজতে গত মাসেই বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তাঁর (দ্রাবিড়) ভারতের কোচ হিসেবে মেয়াদ শেষ হবে। দ্রাবিড় কোচ হলেও তাঁকে নতুন করে আবেদন করতে হতো। বিশ্বকাপ-পরবর্তী সময়ে ভারতের কোচ যে তিনি হচ্ছেন না, তা গত রাতে স্পষ্ট করে জানিয়েছেন।
নিউইয়র্কে গত রাতে সাংবাদিকদের ভারতের সাবেক ব্যাটার বলেন, শেষবারের মতো এবারই ভারতের দায়িত্বে থাকছি। দুর্ভাগ্যজনকভাবে জীবনের এই পর্যায়ে এত ব্যস্ত সূচি চলছে যে আমি মনে করি না পুনরায় আবেদন করব। সে কারণে এটাই আমার শেষ হতে যাচ্ছে। তবে আরেকবার বলতে চাইছি, এই টুর্নামেন্টের গুরুত্ব আমার কাছে ভিন্ন কিছু না।
২০২১-এর নভেম্বরে রবি শাস্ত্রীর পর ভারতের প্রধান কোচের দায়িত্বে বসেন দ্রাবিড়। আড়াই বছরে দ্রাবিড়ের অধীনে দ্বিপক্ষীয় সিরিজে দুর্দান্ত খেলেছে ভারত। টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট সিরিজ জিতেছে ১৪, ১০ ও ৬ টি। আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেছে দুবার। তাঁর (দ্রাবিড়) সময়েই যশস্বী জয়সওয়াল, রিংকু সিংয়ের মতো তারকারা আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়িয়েছেন। ভারতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা নিয়ে দ্রাবিড় বলেন, কাজটা আমি খুব পছন্দ করি (কোচের চাকরি)। ভারতকে কোচিং করানো আসলেই উপভোগ করেছি। সত্যি বলতে, এটা আমার কাছে বিশেষ কাজ। দলটির সঙ্গে কাজ করা উপভোগ করেছি। একঝাঁক দারুণ ক্রিকেটারের সঙ্গে কাজ করেছি।
নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবার বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। একই মাঠে ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবের রোহিত শর্মা-বিরাট কোহলিরা। যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে ১২ ও ১৫ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচ দুটি হবে নিউইয়র্ক ও ফ্লোরিডায়।