Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে ট্রাকের চাকার নিচে পড়ে আহত মাদরাসা শিক্ষার্থী

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

চাঁদপুরের হাজীগঞ্জে একটি বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে তানিয়া আক্তার (১৮) নামে এক মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২ জুন) দুপুরে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত তানিয়া ওই ইউনিয়নের জাকনি গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে। তিনি রামচন্দ্রপুর কাশেমিয়া সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার আলেম (একাদশ শ্রেণি) প্রথম বর্ষের শিক্ষার্থী।

সহপাঠী নূর এ হাসনা জানান, মাদরাসা থেকে নিজ বাড়ি যাওয়ার পথে তানিয়া আক্তার এ দুর্ঘটনার শিকার হন। ট্রাকের চাকার নিচে পড়ে তার পায়ের পাতা ছিন্নভিন্ন হয়ে গেছে।

এ বিষয়ে ট্রাকচালক শাহেদ জানান, দুপুরের দিকে ছাত্রীরা সড়ক পথে হেঁটে যাচ্ছিলেন। এসময় হঠাৎ করে একটি গরু তাদের আক্রমণ করলে মেয়েটি আমার চলমান গাড়ীর চাকার নিচে পড়ে আহত হয়। ওই সময়ে আহত ছাত্রীকে উদ্ধার করে আমি হাসপাতালে নিয়ে যাই।

মাদরাসার অধ্যক্ষ মো. সামছুদ্দোহারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনের নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে মাদরাসার সিনিয়র মৌলভী মো. আহসান হাবিব জানান, তানিয়া আক্তার নামে এক শিক্ষার্থীর দুর্ঘটনার খবরটি জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম কালের কণ্ঠকে জানান, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তানিয়াকে ঢাকায় রেফার করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

চাঁদপুরে ট্রাকের চাকার নিচে পড়ে আহত মাদরাসা শিক্ষার্থী

প্রকাশের সময় : ১০:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

চাঁদপুরের হাজীগঞ্জে একটি বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে তানিয়া আক্তার (১৮) নামে এক মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২ জুন) দুপুরে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত তানিয়া ওই ইউনিয়নের জাকনি গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে। তিনি রামচন্দ্রপুর কাশেমিয়া সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার আলেম (একাদশ শ্রেণি) প্রথম বর্ষের শিক্ষার্থী।

সহপাঠী নূর এ হাসনা জানান, মাদরাসা থেকে নিজ বাড়ি যাওয়ার পথে তানিয়া আক্তার এ দুর্ঘটনার শিকার হন। ট্রাকের চাকার নিচে পড়ে তার পায়ের পাতা ছিন্নভিন্ন হয়ে গেছে।

এ বিষয়ে ট্রাকচালক শাহেদ জানান, দুপুরের দিকে ছাত্রীরা সড়ক পথে হেঁটে যাচ্ছিলেন। এসময় হঠাৎ করে একটি গরু তাদের আক্রমণ করলে মেয়েটি আমার চলমান গাড়ীর চাকার নিচে পড়ে আহত হয়। ওই সময়ে আহত ছাত্রীকে উদ্ধার করে আমি হাসপাতালে নিয়ে যাই।

মাদরাসার অধ্যক্ষ মো. সামছুদ্দোহারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনের নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে মাদরাসার সিনিয়র মৌলভী মো. আহসান হাবিব জানান, তানিয়া আক্তার নামে এক শিক্ষার্থীর দুর্ঘটনার খবরটি জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম কালের কণ্ঠকে জানান, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তানিয়াকে ঢাকায় রেফার করা হয়েছে।