Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনা জেলা প্রতিনিধি : 

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় মহানগরীর টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহত রনি রূপসা গরুর হাট গণ কবরস্থানের পাশের এলাকার বাসিন্দা মৃত. আব্দুর রব সরদারের ছেলে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে রনি সরদারকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুলি রনির গলার ডান সাইডে কানের নিচে লাগে। এতে তিনি মাটিতে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।

ওসি কামাল হোসেন বলেন, হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

প্রকাশের সময় : ১০:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

খুলনা জেলা প্রতিনিধি : 

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় মহানগরীর টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহত রনি রূপসা গরুর হাট গণ কবরস্থানের পাশের এলাকার বাসিন্দা মৃত. আব্দুর রব সরদারের ছেলে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে রনি সরদারকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুলি রনির গলার ডান সাইডে কানের নিচে লাগে। এতে তিনি মাটিতে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।

ওসি কামাল হোসেন বলেন, হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।