Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে গেল জাহাজ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় মাঝনদীতে আটকে যায় একটি কার্গো জাহাজ। পরে দুটি টাগবোট দিয়ে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে বহির্নোঙর থেকে বন্দর জেটিতে আসার সময় জাহাজটি বয়ায় (নদীর মাঝে জাহাজ বাঁধার জায়গা) আটকে যায়।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এমভি শি জি ফেন জাহাজটি উদ্ধার করতে বন্দরের টাগবোট কান্ডারি-৩, ৪, ৭ ও ১০ কাজ করে। বর্তমানে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে আর কোনো সমস্যা হচ্ছে না।

এর আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার রাতে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে সোমবার বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হলেও কোনো জাহাজ ভিড়তে পারেনি।

মঙ্গলবার সকালে সেগুলো ফিরিয়ে আনা শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। পথে স্টিয়ারিং বিকল হয়ে জাহাজটি বয়ার সঙ্গে আটকে যায়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ১১টি জাহাজ বন্দর জেটিতে এসেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে গেল জাহাজ

প্রকাশের সময় : ১০:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় মাঝনদীতে আটকে যায় একটি কার্গো জাহাজ। পরে দুটি টাগবোট দিয়ে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে বহির্নোঙর থেকে বন্দর জেটিতে আসার সময় জাহাজটি বয়ায় (নদীর মাঝে জাহাজ বাঁধার জায়গা) আটকে যায়।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এমভি শি জি ফেন জাহাজটি উদ্ধার করতে বন্দরের টাগবোট কান্ডারি-৩, ৪, ৭ ও ১০ কাজ করে। বর্তমানে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে আর কোনো সমস্যা হচ্ছে না।

এর আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার রাতে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে সোমবার বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হলেও কোনো জাহাজ ভিড়তে পারেনি।

মঙ্গলবার সকালে সেগুলো ফিরিয়ে আনা শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। পথে স্টিয়ারিং বিকল হয়ে জাহাজটি বয়ার সঙ্গে আটকে যায়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ১১টি জাহাজ বন্দর জেটিতে এসেছে।