Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর বাড়িতে ঢুকে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসীর বাড়িতে ঢুকে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর এক নাতনিকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২৭ মে) রাতে উপজেলার দুই নম্বর বাকিলা ইউনিয়ন পশ্চিম রাধাসার বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বকাউল বাড়ির ইউসুফের ছেলে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত (১২) ও তার দাদি হামিদুন্নেছা (৭০)।

এ ঘটনায় ইউসুফের মেয়ে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হালিমাকে (১৪) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বে হত্যার ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পিবিআই ও পুলিশের তদন্ত টিম কাজ করছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।

স্থানীয় ইউপি সদস্য মো. অরুণ জানান, রাতে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ওই পরিবারের তিন পুরুষ সদস্য প্রবাসে থাকে। প্রত্যক্ষদর্শী ওই পরিবারের ছোট ছেলের স্ত্রী বলেন, বোরকা পরে এক যুবক ঘরের দরজা ভেঙে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে বলেন, এটি ডাকাতির ঘটনা হতে পারে না। হত্যার পেছনে তিনটি কারণ থাকতে পারে। সেসব সূত্র ধরে তদন্ত কাজ চলছে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

প্রবাসীর বাড়িতে ঢুকে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০২:২৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসীর বাড়িতে ঢুকে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর এক নাতনিকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২৭ মে) রাতে উপজেলার দুই নম্বর বাকিলা ইউনিয়ন পশ্চিম রাধাসার বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বকাউল বাড়ির ইউসুফের ছেলে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত (১২) ও তার দাদি হামিদুন্নেছা (৭০)।

এ ঘটনায় ইউসুফের মেয়ে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হালিমাকে (১৪) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বে হত্যার ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পিবিআই ও পুলিশের তদন্ত টিম কাজ করছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।

স্থানীয় ইউপি সদস্য মো. অরুণ জানান, রাতে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ওই পরিবারের তিন পুরুষ সদস্য প্রবাসে থাকে। প্রত্যক্ষদর্শী ওই পরিবারের ছোট ছেলের স্ত্রী বলেন, বোরকা পরে এক যুবক ঘরের দরজা ভেঙে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে বলেন, এটি ডাকাতির ঘটনা হতে পারে না। হত্যার পেছনে তিনটি কারণ থাকতে পারে। সেসব সূত্র ধরে তদন্ত কাজ চলছে।