Dhaka সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই : সিআইডি প্রধান

নিজস্ব প্রতিবেদক : 

মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

সোমবার (২৭ মে) সিআইডির ডিটেক্টিভ ট্রেনিং স্কুলে দুদিনের ‘ক্যাপাসিটি বিল্ডিং ট্রেইনিং অন ইনভেস্টিগেশন টেকনিক অব হিউম্যান ট্রাফিকিং কেইসেস’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানবপাচার সংক্রান্ত প্রচলিত আইন সম্পর্কে সকলের ধারণা থাকতে হবে। এছাড়া যারা বিদেশ গমনে ইচ্ছুক তাদের সংশ্লিষ্ট দেশের ওয়ার্ক পারমিট, ভিসা প্রসেসিং এ জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং ভিসাসহ গমনাগমন সংক্রান্ত আনুষঙ্গিক কাগজপত্র সম্পর্কে জানতে হবে।

মানবপাচারে সংক্রান্ত দ্রুত বিচার ও সমস্যার সমাধান পেতে সিআইডির মানবপাচার সেলে যোগাযোগ করার আহ্বান জানান সংস্থাটির প্রধান। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্রুত অপরাধীদের শাস্তি এবং সাক্ষীদের নিয়মিত কোর্টে হাজির করার জন্য সিআইডি হেডকোয়ার্টারে একটি ‘মানবপাচার সেল’ গঠন করা হয়েছে। উক্ত সেলমানব পাচারের শিকার ভিকটিম সাপোর্ট, মানবপাচার সংক্রান্তে প্রয়োজনীয় ক্ষেত্রে মামলা রুজু করার ব্যবস্থাগ্রহণ, মামলা অধিগ্রহণ, তদন্ত ও তদারকি, গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক নিয়মিত অভিযান পরিচালনা করছে। আপনারা যে কোনো ধরনের মানবপাচার বা প্রতারক কর্তৃক প্রতারিত হলে অথবা সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে আমাদের সেলে জানাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডিশনাল ডিআইজি কমান্ড্যান্ট (ডিটিএস) হাসিব আজিজ। প্রশিক্ষণ কোর্সটিতে সহকারী পুলিশ সুপার একজন, পুলিশ পরিদর্শক ১৪ জন এবং উপ-পুলিশ পরিদর্শক ২০ জনসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই : সিআইডি প্রধান

প্রকাশের সময় : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

সোমবার (২৭ মে) সিআইডির ডিটেক্টিভ ট্রেনিং স্কুলে দুদিনের ‘ক্যাপাসিটি বিল্ডিং ট্রেইনিং অন ইনভেস্টিগেশন টেকনিক অব হিউম্যান ট্রাফিকিং কেইসেস’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানবপাচার সংক্রান্ত প্রচলিত আইন সম্পর্কে সকলের ধারণা থাকতে হবে। এছাড়া যারা বিদেশ গমনে ইচ্ছুক তাদের সংশ্লিষ্ট দেশের ওয়ার্ক পারমিট, ভিসা প্রসেসিং এ জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং ভিসাসহ গমনাগমন সংক্রান্ত আনুষঙ্গিক কাগজপত্র সম্পর্কে জানতে হবে।

মানবপাচারে সংক্রান্ত দ্রুত বিচার ও সমস্যার সমাধান পেতে সিআইডির মানবপাচার সেলে যোগাযোগ করার আহ্বান জানান সংস্থাটির প্রধান। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্রুত অপরাধীদের শাস্তি এবং সাক্ষীদের নিয়মিত কোর্টে হাজির করার জন্য সিআইডি হেডকোয়ার্টারে একটি ‘মানবপাচার সেল’ গঠন করা হয়েছে। উক্ত সেলমানব পাচারের শিকার ভিকটিম সাপোর্ট, মানবপাচার সংক্রান্তে প্রয়োজনীয় ক্ষেত্রে মামলা রুজু করার ব্যবস্থাগ্রহণ, মামলা অধিগ্রহণ, তদন্ত ও তদারকি, গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক নিয়মিত অভিযান পরিচালনা করছে। আপনারা যে কোনো ধরনের মানবপাচার বা প্রতারক কর্তৃক প্রতারিত হলে অথবা সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে আমাদের সেলে জানাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডিশনাল ডিআইজি কমান্ড্যান্ট (ডিটিএস) হাসিব আজিজ। প্রশিক্ষণ কোর্সটিতে সহকারী পুলিশ সুপার একজন, পুলিশ পরিদর্শক ১৪ জন এবং উপ-পুলিশ পরিদর্শক ২০ জনসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন।