Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক বিরোধ দূর করার এখতিয়ার কমিশনের নেই: ইসি রাশেদা

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আমাদের দেশে ৪৪টি নিবন্ধিত দল আছে। প্রত্যেকটি দলের স্বাধীনতা রয়েছে নির্বাচন করা না করা। আমি একটি দল করি, আমার দল নির্বাচন করবে কি না, এটি নিতান্তই ওই দলের ব্যক্তিগত স্বাধীনতা, ওনাদের দলীয় স্বাধীনতা। এখানে কমিশনের হস্তক্ষেপ করার কোনও সুযোগ নাই। তবে আমরা কমিশন সবসময় চাই যে সব দল আসুক, সব দল অংশগ্রহণ করুক। কিন্তু দলের এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে একটা রাজনৈতিক বিরোধ হয়ে গেছে। এটা দূর করার ক্ষমতা, এখতিয়ার কমিশনের হাতে দেওয়া নেই।

রোববার (২৬ মে) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধান বা নির্বাচনি আইন কোনোটিতেই এই ক্ষমতা দেওয়া নাই যে, বিন্যাস করেন, তাদেরকে ডাকেন, বসেন, একটা মধ্যস্থতা করে দিয়ে এই সমস্যাগুলো সমাধান করেন। এটা করে দেওয়ার কোনও সুযোগ কমিশনের হাতে নেই। এটা রাজনৈতিক এবং রাজনৈতিকভাবেই এটাকে শেষ করতে হবে, আমাদের শেষ করে দেওয়ার কোনও সুযোগ নাই।

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘আমরা সবসময় আহ্বান জানাচ্ছি, আমরা তাদেরকে (যেসব দল নির্বাচনে আসছে না) বিভিন্নভাবে জাতীয় নির্বাচনে ডেকেছি যে আপনারা আসেন, আমাদের সঙ্গে বসেন, এককাপ চা খান, আমরা বসে দেখি কী হয়েছে আমাদের কাছে বলেন। আমরা ডাকছি কিন্তু ওনারা আসছেন না। কিন্তু আমরা যে নোটিশ করে ওনাদের বসাবো এটি করার কোনও সুযোগ, ক্ষমতা, এখতিয়ার আইন আমাদেরকে দেয়নি। এই কারণে এ জায়গাতে আমরা আর আগাতে পারছি না। কেউ যদি নির্বাচনে আসতে চান, মোস্ট ওয়েলকাম। নিবন্ধিত দল যারা আসবেন, অবশ্যই তারা আসবেন। আমাদের কোনও বাধা নাই। আসুক, আমরা অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাবো। এটাই হলো সোজা কথা।’

রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন প্রার্থীসহ প্রমুখ।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

রাজনৈতিক বিরোধ দূর করার এখতিয়ার কমিশনের নেই: ইসি রাশেদা

প্রকাশের সময় : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আমাদের দেশে ৪৪টি নিবন্ধিত দল আছে। প্রত্যেকটি দলের স্বাধীনতা রয়েছে নির্বাচন করা না করা। আমি একটি দল করি, আমার দল নির্বাচন করবে কি না, এটি নিতান্তই ওই দলের ব্যক্তিগত স্বাধীনতা, ওনাদের দলীয় স্বাধীনতা। এখানে কমিশনের হস্তক্ষেপ করার কোনও সুযোগ নাই। তবে আমরা কমিশন সবসময় চাই যে সব দল আসুক, সব দল অংশগ্রহণ করুক। কিন্তু দলের এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে একটা রাজনৈতিক বিরোধ হয়ে গেছে। এটা দূর করার ক্ষমতা, এখতিয়ার কমিশনের হাতে দেওয়া নেই।

রোববার (২৬ মে) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধান বা নির্বাচনি আইন কোনোটিতেই এই ক্ষমতা দেওয়া নাই যে, বিন্যাস করেন, তাদেরকে ডাকেন, বসেন, একটা মধ্যস্থতা করে দিয়ে এই সমস্যাগুলো সমাধান করেন। এটা করে দেওয়ার কোনও সুযোগ কমিশনের হাতে নেই। এটা রাজনৈতিক এবং রাজনৈতিকভাবেই এটাকে শেষ করতে হবে, আমাদের শেষ করে দেওয়ার কোনও সুযোগ নাই।

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘আমরা সবসময় আহ্বান জানাচ্ছি, আমরা তাদেরকে (যেসব দল নির্বাচনে আসছে না) বিভিন্নভাবে জাতীয় নির্বাচনে ডেকেছি যে আপনারা আসেন, আমাদের সঙ্গে বসেন, এককাপ চা খান, আমরা বসে দেখি কী হয়েছে আমাদের কাছে বলেন। আমরা ডাকছি কিন্তু ওনারা আসছেন না। কিন্তু আমরা যে নোটিশ করে ওনাদের বসাবো এটি করার কোনও সুযোগ, ক্ষমতা, এখতিয়ার আইন আমাদেরকে দেয়নি। এই কারণে এ জায়গাতে আমরা আর আগাতে পারছি না। কেউ যদি নির্বাচনে আসতে চান, মোস্ট ওয়েলকাম। নিবন্ধিত দল যারা আসবেন, অবশ্যই তারা আসবেন। আমাদের কোনও বাধা নাই। আসুক, আমরা অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাবো। এটাই হলো সোজা কথা।’

রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন প্রার্থীসহ প্রমুখ।