Dhaka বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোহামেডানের বিপক্ষে মারুফার হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে দ্যুতি ছড়িয়েছেন মারুফা আকতার। নিজের দিনে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, তা দেখিয়ে যাচ্ছেন বারবার। ২০২৩-২৪ নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রোববার (২৬ মে) তিনি হ্যাটট্রিকের দেখা পেলেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হয়ে খেলা এই তারকা পেসার হ্যাটট্রিক করেন লিগে শীর্ষে থাকা দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

মারুফা হ্যাটট্রিক করেছেন ইনিংসের শেষ ওভারে এসে। শেষ ওভারের তৃতীয় বলে ফিরিয়েছেন সাবেকুন নাহারকে। ক্যাচ ধরেছেন বিকেএসপির উইকেটরক্ষক উন্নতি আকতার। চতুর্থ বলে সুলতানা ইয়াসমিন বৈশাখীকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মারুফা। পরের বলে ফারিহা তৃষ্ণাকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিকেএসপি অধিনায়ক সুমাইয়া আকতার। প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডান ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করেছে। সর্বোচ্চ ৬৪ রান করেন সোবহানা মোস্তারি। ১০০ বলের ইনিংসে মেরেছেন ২টি চার ও ৩ ছক্কা। মারুফা যে শেষ ওভারে বোলিং করেছেন, সেই ওভারে পড়েছে ৪ উইকেট। শেষ ওভারের বাকি উইকেটটি হয়েছে রানআউট। বিকেএসপির সেরা বোলার মারুফা নিয়েছেন ৪ উইকেট। ১০ ওভার বোলিং করে ৩৫ রান খরচ করেছেন। এক ওভার মেডেন দিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ২ উইকেটে ৯৬ রান করেছে।

যে মোহামেডানের বিপক্ষে মারুফার হ্যাটট্রিক, সেই দলই কদিন আগে মেয়েদের ডিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। ২৩ মে গুলশান ইয়ুথ ক্লাব নারী দলের বিপক্ষে ৩ উইকেটে ৩৯২ রান করে। সেই ম্যাচে মোহামেডান জিতেছিল ২৫১ রানের ব্যবধানে। মেয়েদের ডিপিএলে এর আগে সর্বোচ্চ স্কোর ছিল বিকেএসপির। ২০২২-২৩ মৌসুমে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে ৩২১ রান করেছিল বিকেএসপি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মোহামেডানের বিপক্ষে মারুফার হ্যাটট্রিক

প্রকাশের সময় : ০৪:১০:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে দ্যুতি ছড়িয়েছেন মারুফা আকতার। নিজের দিনে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, তা দেখিয়ে যাচ্ছেন বারবার। ২০২৩-২৪ নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রোববার (২৬ মে) তিনি হ্যাটট্রিকের দেখা পেলেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হয়ে খেলা এই তারকা পেসার হ্যাটট্রিক করেন লিগে শীর্ষে থাকা দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

মারুফা হ্যাটট্রিক করেছেন ইনিংসের শেষ ওভারে এসে। শেষ ওভারের তৃতীয় বলে ফিরিয়েছেন সাবেকুন নাহারকে। ক্যাচ ধরেছেন বিকেএসপির উইকেটরক্ষক উন্নতি আকতার। চতুর্থ বলে সুলতানা ইয়াসমিন বৈশাখীকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মারুফা। পরের বলে ফারিহা তৃষ্ণাকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিকেএসপি অধিনায়ক সুমাইয়া আকতার। প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডান ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করেছে। সর্বোচ্চ ৬৪ রান করেন সোবহানা মোস্তারি। ১০০ বলের ইনিংসে মেরেছেন ২টি চার ও ৩ ছক্কা। মারুফা যে শেষ ওভারে বোলিং করেছেন, সেই ওভারে পড়েছে ৪ উইকেট। শেষ ওভারের বাকি উইকেটটি হয়েছে রানআউট। বিকেএসপির সেরা বোলার মারুফা নিয়েছেন ৪ উইকেট। ১০ ওভার বোলিং করে ৩৫ রান খরচ করেছেন। এক ওভার মেডেন দিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ২ উইকেটে ৯৬ রান করেছে।

যে মোহামেডানের বিপক্ষে মারুফার হ্যাটট্রিক, সেই দলই কদিন আগে মেয়েদের ডিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। ২৩ মে গুলশান ইয়ুথ ক্লাব নারী দলের বিপক্ষে ৩ উইকেটে ৩৯২ রান করে। সেই ম্যাচে মোহামেডান জিতেছিল ২৫১ রানের ব্যবধানে। মেয়েদের ডিপিএলে এর আগে সর্বোচ্চ স্কোর ছিল বিকেএসপির। ২০২২-২৩ মৌসুমে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে ৩২১ রান করেছিল বিকেএসপি।