Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি অভিনেত্রী পূজা ব্যানার্জি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • ১৯৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

হাসপাতালে ভর্তি টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী পূজা ব্যানার্জি। হঠাৎ অসুস্থ তিনি। বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি এই নায়িকা।

বর্তমানে পর্দায় খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নিয়মিত একটিভ পূজা। তবে গত ৫ দিন ধরে ইনস্টাগ্রামে অভিনেত্রীর দেখা নেই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন পূজা। সংবাদমাধ্যমকে পূজা জানান বেশ কিছুদিন ধরে ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি। বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি এই নায়িকা।

অভিনেত্রী বলেন, শুরুতে খুব ক্লান্তিভাব লাগছিল, ভেবেছিলাম কেটে যাবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বর কমছিল না, প্রচণ্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়। জ্বরের পাশাপাশি গলায় সংক্রমণ রয়েছে, আমি ভালোভাবে কথা বলতে পারছি না। কোনওরকম খাবারও খেতে পারছি না, স্যালাইন চলছে।

এই কঠিন পরিস্থিতিতে কে পূজার দেখভাল করছে? অভিনেত্রী জানান, এই মুহূর্তে স্বামী কুণাল তাঁর পাশে রয়েছেন। তবে কুণালের বাইরে আর কেউ নেই তার যত্ন করার মতো। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা। সেরে উঠতে আরও বেশকিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অভিনেত্রী।

অভিনয় ক্যারিয়ারে অনেক হিন্দি টিভি ধারাবাহিকে কাজ করেছেন পূজা। বেশকিছু হিন্দি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। তেলেগু ভাষার ‘ভিড়ু থেড়া’ সিনেমার মাধ্যম চলচ্চিত্রে পা রাখেন তিনি।

এরপর দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’, সোহমের বিপরীতে ‘লাভেরিয়া’, ইন্দ্রনীলের বিপরীতে ‘তিন পাত্তি’সহ অনেক দর্শকপ্রিয় ভারতীয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন পূজা।

কয়েক বছর আগে ওয়েব সিরিজে নাম লেখান পূজা ব্যানার্জি। বর্তমানে ‘ক্যাবারেট’ শিরোনামের ওয়েব সিরিজিরে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিরিজটির মূখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

হাসপাতালে ভর্তি অভিনেত্রী পূজা ব্যানার্জি

প্রকাশের সময় : ০৪:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

বিনোদন ডেস্ক : 

হাসপাতালে ভর্তি টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী পূজা ব্যানার্জি। হঠাৎ অসুস্থ তিনি। বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি এই নায়িকা।

বর্তমানে পর্দায় খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নিয়মিত একটিভ পূজা। তবে গত ৫ দিন ধরে ইনস্টাগ্রামে অভিনেত্রীর দেখা নেই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন পূজা। সংবাদমাধ্যমকে পূজা জানান বেশ কিছুদিন ধরে ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি। বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি এই নায়িকা।

অভিনেত্রী বলেন, শুরুতে খুব ক্লান্তিভাব লাগছিল, ভেবেছিলাম কেটে যাবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বর কমছিল না, প্রচণ্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়। জ্বরের পাশাপাশি গলায় সংক্রমণ রয়েছে, আমি ভালোভাবে কথা বলতে পারছি না। কোনওরকম খাবারও খেতে পারছি না, স্যালাইন চলছে।

এই কঠিন পরিস্থিতিতে কে পূজার দেখভাল করছে? অভিনেত্রী জানান, এই মুহূর্তে স্বামী কুণাল তাঁর পাশে রয়েছেন। তবে কুণালের বাইরে আর কেউ নেই তার যত্ন করার মতো। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা। সেরে উঠতে আরও বেশকিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অভিনেত্রী।

অভিনয় ক্যারিয়ারে অনেক হিন্দি টিভি ধারাবাহিকে কাজ করেছেন পূজা। বেশকিছু হিন্দি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। তেলেগু ভাষার ‘ভিড়ু থেড়া’ সিনেমার মাধ্যম চলচ্চিত্রে পা রাখেন তিনি।

এরপর দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’, সোহমের বিপরীতে ‘লাভেরিয়া’, ইন্দ্রনীলের বিপরীতে ‘তিন পাত্তি’সহ অনেক দর্শকপ্রিয় ভারতীয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন পূজা।

কয়েক বছর আগে ওয়েব সিরিজে নাম লেখান পূজা ব্যানার্জি। বর্তমানে ‘ক্যাবারেট’ শিরোনামের ওয়েব সিরিজিরে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিরিজটির মূখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।