Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ আগুন, ৭ নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিশু।

স্থানীয় সময় শনিবার (২৫ মে) গভীর রাতে অগ্নিকাণ্ডটি ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বেবি কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের বিষয়ে শনিবার গভীর রাত ১১টা ৩২ মিনিটে কল পায়। পরে আগুন নিয়ন্ত্রণে ১৬ টির মতো ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের প্রথম তলা থেকে ১২ জন নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজন মারা যান। পাঁচ শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পৃথক এক ঘটনায় শনিবার রাতে দিল্লির শাহদারা এলাকার একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে শনিবার গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জন মারা গেছেন। সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে এবং তাদের শনাক্ত করা কঠিন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ আগুন, ৭ নবজাতকের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিশু।

স্থানীয় সময় শনিবার (২৫ মে) গভীর রাতে অগ্নিকাণ্ডটি ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বেবি কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের বিষয়ে শনিবার গভীর রাত ১১টা ৩২ মিনিটে কল পায়। পরে আগুন নিয়ন্ত্রণে ১৬ টির মতো ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের প্রথম তলা থেকে ১২ জন নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজন মারা যান। পাঁচ শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পৃথক এক ঘটনায় শনিবার রাতে দিল্লির শাহদারা এলাকার একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে শনিবার গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জন মারা গেছেন। সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে এবং তাদের শনাক্ত করা কঠিন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।