স্পোর্টস ডেস্ক :
নানা নাটকীয়তার পর অবশেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নদের ঘোষিত ১৫ সদস্যের দলে এবার পেসারদের দাপটই বেশি। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ সহ মোট পাঁচ পেসার নিয়ে এবার শিরোপার লড়াইয়ে নামছে ম্যান ইন গ্রিনরা। তবে অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির সুযোগ পেয়েছেন বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ খেলছে পাকিস্তান। এর আগেই জানা গিয়েছিল যে এই দুই সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের দল থেকেই নির্ধারণ করা হবে বিশ্বকাপ স্কোয়াড। এরপর গত ২২ মে ইংল্যান্ড সিরিজের দল থেকে ছেড়ে দেয়া হয় পেসার হাসান আলীকে। হাসানের পর বাদ দেয়া হয়েছে ইরফান খান এবং সালমান আগাকে।
এছাড়া বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই বড় কোনো চমক। বাবর আজমের অধিনায়কত্বে অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম এবং তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের নিয়েই শক্তিশালী দল ঘোষণা করেছে ম্যান ইন গ্রিনরা। সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ৮ ক্রিকেটার এবারও আছেন পাকিস্তানের বিশ্বকাপ দলে।
পাকিস্তানের বিশ্বকাপ দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, ইফতিখার আহমেদ, উসমান খান, আজম খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ।