Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের পর মঞ্চে বউকে চুমু, বরপক্ষকে বেধড়ক মারধর

আন্তর্জাতিক ডেস্ক : 

বিয়ের পর মঞ্চে সবার সামনে নববধূকে চুমু খান বর। কনের প্রতি ভালোবাসা প্রদর্শন করতেই এমন কাজ করেন তিনি। তবে বরের এমন আচরণ ভালোভাবে নেয়নি কনের পরিবার। তাই এই ঘটনার জেরে বিয়ের মঞ্চেই বরের পরিবারের সদস্যদের পেটান তারা। তাতে আহত হয়েছেন বরের বাবাসহ বেশ কয়েকজন।

সোমবার (২০ মে) ভারতের উত্তরপ্রদেশের হাপুরের অশোক নগরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার অশোক নগরে এই বিয়ে হয়ে। বিয়ের অনুষ্ঠানের একপর্যায়ে বরমালায় নববধূকে চুমু খান বর। বরের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এরপরই কনের পরিবারের সদস্যরা লাঠি হাতে মঞ্চে উঠে বরের পরিবারের সদস্যদের মারধর করেন। এতে দুপক্ষের মদ্যে সংঘর্ষ বাঁধলে কনের বাবাসহ ছয়জন আহত হয়েছেন।

এই ঘটনায় পুলিশে খবর দেয়া হলে উভয় পরিবারের সাতজনকে আটক করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে কনের বাবা তার দুই মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন। প্রথম বিয়ে কোনো ঝামেলা ছাড়া শেষ হলেও দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানে এই লঙ্কাকাণ্ড ঘটে।

কনের পরিবার অভিযোগ, বর তাদের মেয়েকে জোর করে মঞ্চে চুমু খেয়েছে। তবে বরের দাবি, বরমালা অনুষ্ঠানের পরে কনেই চুমু খাওয়ার জন্য জোরাজুরি করেছেন।

হাপুর পুলিশের সিনিয়র কর্মকর্তা রাজকুমার আগরওয়াল বলেছেন, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পরে ব্যবস্থা নেয়া হবে। তবে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

বিয়ের পর মঞ্চে বউকে চুমু, বরপক্ষকে বেধড়ক মারধর

প্রকাশের সময় : ০৯:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

বিয়ের পর মঞ্চে সবার সামনে নববধূকে চুমু খান বর। কনের প্রতি ভালোবাসা প্রদর্শন করতেই এমন কাজ করেন তিনি। তবে বরের এমন আচরণ ভালোভাবে নেয়নি কনের পরিবার। তাই এই ঘটনার জেরে বিয়ের মঞ্চেই বরের পরিবারের সদস্যদের পেটান তারা। তাতে আহত হয়েছেন বরের বাবাসহ বেশ কয়েকজন।

সোমবার (২০ মে) ভারতের উত্তরপ্রদেশের হাপুরের অশোক নগরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার অশোক নগরে এই বিয়ে হয়ে। বিয়ের অনুষ্ঠানের একপর্যায়ে বরমালায় নববধূকে চুমু খান বর। বরের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এরপরই কনের পরিবারের সদস্যরা লাঠি হাতে মঞ্চে উঠে বরের পরিবারের সদস্যদের মারধর করেন। এতে দুপক্ষের মদ্যে সংঘর্ষ বাঁধলে কনের বাবাসহ ছয়জন আহত হয়েছেন।

এই ঘটনায় পুলিশে খবর দেয়া হলে উভয় পরিবারের সাতজনকে আটক করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে কনের বাবা তার দুই মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন। প্রথম বিয়ে কোনো ঝামেলা ছাড়া শেষ হলেও দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানে এই লঙ্কাকাণ্ড ঘটে।

কনের পরিবার অভিযোগ, বর তাদের মেয়েকে জোর করে মঞ্চে চুমু খেয়েছে। তবে বরের দাবি, বরমালা অনুষ্ঠানের পরে কনেই চুমু খাওয়ার জন্য জোরাজুরি করেছেন।

হাপুর পুলিশের সিনিয়র কর্মকর্তা রাজকুমার আগরওয়াল বলেছেন, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পরে ব্যবস্থা নেয়া হবে। তবে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।