Dhaka রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনে টাকার প্রভাব ফেলছে বাজারে : বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, বিভিন্ন রাজনৈতিক কারণেও বাজার পরিস্থিতি হেরফের হয়ে থাকে। বর্তমানে উপজেলা নির্বাচন চলছে। টাকার প্রবাহ বাজারে আছে। যেটা বাজারে প্রভাব ফেলছে।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর একটি হোটেলে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের (আরজেএসসি) নতুন অনলাইন অ্যাপ ‘স্মার্ট আরজেএসসি’ শীর্ষক ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং অব্যাহত আছে। ঈদ এলেই অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হয়ে ওঠে। আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। বৈঠকের পর জানানো হবে, ঈদে বাজার সহনীয় রাখতে কী ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। সরকার বাজার সহনীয় রাখতে সচেষ্ট আছে।

তিনি আরও বলেন, পণ্যের যথেষ্ট সরবরাহ ও মূল্য সহনীয় রাখতে আগামী বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ট্যারিফ যেন যৌক্তিক থাকে, এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করব। ঈদের আগে নিত্য পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উদ্যোগ নিচ্ছি। এছাড়াও নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং অব্যাহত আছে। এছাড়া আগামী বাজেটে নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে বাজেটে যৌক্তিক ট্যারিফ রাখার প্রস্তাব থাকবে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আমরা আলোচনা করব। যাতে কর আরোপে মূল্যস্ফীতির বিষয়টিও মাথায় রাখা হয়।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপজেলা নির্বাচনে টাকার প্রভাব ফেলছে বাজারে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, বিভিন্ন রাজনৈতিক কারণেও বাজার পরিস্থিতি হেরফের হয়ে থাকে। বর্তমানে উপজেলা নির্বাচন চলছে। টাকার প্রবাহ বাজারে আছে। যেটা বাজারে প্রভাব ফেলছে।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর একটি হোটেলে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের (আরজেএসসি) নতুন অনলাইন অ্যাপ ‘স্মার্ট আরজেএসসি’ শীর্ষক ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং অব্যাহত আছে। ঈদ এলেই অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হয়ে ওঠে। আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। বৈঠকের পর জানানো হবে, ঈদে বাজার সহনীয় রাখতে কী ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। সরকার বাজার সহনীয় রাখতে সচেষ্ট আছে।

তিনি আরও বলেন, পণ্যের যথেষ্ট সরবরাহ ও মূল্য সহনীয় রাখতে আগামী বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ট্যারিফ যেন যৌক্তিক থাকে, এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করব। ঈদের আগে নিত্য পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উদ্যোগ নিচ্ছি। এছাড়াও নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং অব্যাহত আছে। এছাড়া আগামী বাজেটে নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে বাজেটে যৌক্তিক ট্যারিফ রাখার প্রস্তাব থাকবে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আমরা আলোচনা করব। যাতে কর আরোপে মূল্যস্ফীতির বিষয়টিও মাথায় রাখা হয়।