Dhaka রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোহামেডানের জয়ের দিনে রেকর্ড মুর্শিদা ও সোবহানার সেঞ্চুরি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ২১৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

জাতীয় দলের জার্সিতে সময়টা ভালো যাচ্ছিল না মুরশিদা খাতুন-সোবহানা মোস্তারির। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরোয়া ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছেন তারা। সেই সুযোগটাকে অবশ্য দারুণভাবেই কাজে লাগিয়েছেন দু’জনে। চলমান নারী ডিপিএলে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে মোহামেডানের জার্সিতে দু’জনেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। আর তাতে নারী ডিপিএলের ইতিহাসে ৩ উইকেটে রেকর্ড ৩৯২ রানের দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছে মোহামেডান। যেই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৪১ রান তুলতে পেরেছে গুলশান। ম্যাচ হেরেছে ২৫১ রানের বিশাল ব্যবধানে।

শুরুতে ব্যাট করতে নেমে ১৩৫ রানের উদ্বোধনী জুটি পায় মোহামেডান। ফারিয়া আক্তারের বলে ৪১ বলে ৭৫ রান করে ভারতীয় ব্যাটার জেসিয়া আক্তার আউট হয়ে গেলে এই জুটি ভাঙে। এরপর সোবহানা মোস্তারির সঙ্গে ২৯৭ রানের জুটি গড়েন আরেক ওপেনার মুর্শিদা খাতুন।

ইনিংসের এক বল বাকি থাকতেই ফারিহার বলে ক্যাচ দেওয়ার আগে ৬ চার ও ৭ ছক্কায় ১০১ বলে ১২৮ রান করে আউট হন সোবাহানা। শেষ অবধি অপরাজিত থাকা মুর্শিদা গড়েন প্রিমিয়ার লিগে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। ২৩ চার ও ২ ছক্কায় ১৫৭ বলে ১৭৯ রান করেন তিনি। মোহামেডানের ৩৯২ রানও প্রিমিয়ার লিগের রেকর্ড, গত আসরে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে করা বিকেএসপির ৩২১ রান ছিল সর্বোচ্চ।

পাহাড়সম রান তাড়া করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি মোহামেডান। ৬৫ বলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন সাদিয়া ইসলাম আশা। মোহামেডানের পক্ষে ১০ ওভারে স্রেফ ৯ রান দিয়ে ৩ উইকেট নেন রুমানা। দুটি করে উইকেট পান ফারিহা তৃষ্ণা, সালমা খাতুন ও সাবিকুন নাহার।

বিকেএসপির চার নম্বর মাঠে সিটি ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। শুরুতে ব্যাট করে ১১৬ রানে অলআউট হয় সিটি ক্লাব, ওই রান ১৬ ওভার ৩ বলেই তাড়া করে ফেলে রূপালী ব্যাংক।

সিটি ক্লাবের হয়ে ৫৭ বলে সর্বোচ্চ ২৩ রান করেন গার্গি সুনীল ওয়ানকার। রুপালি ব্যাংকের হয়ে ৪ উইকেট নেন মুক্তা রাবীন্দ্র মার্গে। রান তাড়ায় নেমে রুপালি ব্যাংকের দুই ওপেনাই ম্যাচ জিতিয়ে দেন। ৫৪ বলে ৬৭ রান করে ইসমা তানজিম ও ৪৫ বলে ৫১ রান করে ফারজানা হক অপরাজিত থাকেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১৪ রানে হারিয়েছে বিকেএসপি। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৪০ রান করে বিকেএসপির মেয়েরা। ওই রান তাড়ায় নেমে পুরো ইনিংস খেললেও ২২৬ রানের বেশি করতে পারেনি খেলাঘর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি

মোহামেডানের জয়ের দিনে রেকর্ড মুর্শিদা ও সোবহানার সেঞ্চুরি

প্রকাশের সময় : ০৬:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

জাতীয় দলের জার্সিতে সময়টা ভালো যাচ্ছিল না মুরশিদা খাতুন-সোবহানা মোস্তারির। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরোয়া ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছেন তারা। সেই সুযোগটাকে অবশ্য দারুণভাবেই কাজে লাগিয়েছেন দু’জনে। চলমান নারী ডিপিএলে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে মোহামেডানের জার্সিতে দু’জনেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। আর তাতে নারী ডিপিএলের ইতিহাসে ৩ উইকেটে রেকর্ড ৩৯২ রানের দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছে মোহামেডান। যেই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৪১ রান তুলতে পেরেছে গুলশান। ম্যাচ হেরেছে ২৫১ রানের বিশাল ব্যবধানে।

শুরুতে ব্যাট করতে নেমে ১৩৫ রানের উদ্বোধনী জুটি পায় মোহামেডান। ফারিয়া আক্তারের বলে ৪১ বলে ৭৫ রান করে ভারতীয় ব্যাটার জেসিয়া আক্তার আউট হয়ে গেলে এই জুটি ভাঙে। এরপর সোবহানা মোস্তারির সঙ্গে ২৯৭ রানের জুটি গড়েন আরেক ওপেনার মুর্শিদা খাতুন।

ইনিংসের এক বল বাকি থাকতেই ফারিহার বলে ক্যাচ দেওয়ার আগে ৬ চার ও ৭ ছক্কায় ১০১ বলে ১২৮ রান করে আউট হন সোবাহানা। শেষ অবধি অপরাজিত থাকা মুর্শিদা গড়েন প্রিমিয়ার লিগে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। ২৩ চার ও ২ ছক্কায় ১৫৭ বলে ১৭৯ রান করেন তিনি। মোহামেডানের ৩৯২ রানও প্রিমিয়ার লিগের রেকর্ড, গত আসরে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে করা বিকেএসপির ৩২১ রান ছিল সর্বোচ্চ।

পাহাড়সম রান তাড়া করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি মোহামেডান। ৬৫ বলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন সাদিয়া ইসলাম আশা। মোহামেডানের পক্ষে ১০ ওভারে স্রেফ ৯ রান দিয়ে ৩ উইকেট নেন রুমানা। দুটি করে উইকেট পান ফারিহা তৃষ্ণা, সালমা খাতুন ও সাবিকুন নাহার।

বিকেএসপির চার নম্বর মাঠে সিটি ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। শুরুতে ব্যাট করে ১১৬ রানে অলআউট হয় সিটি ক্লাব, ওই রান ১৬ ওভার ৩ বলেই তাড়া করে ফেলে রূপালী ব্যাংক।

সিটি ক্লাবের হয়ে ৫৭ বলে সর্বোচ্চ ২৩ রান করেন গার্গি সুনীল ওয়ানকার। রুপালি ব্যাংকের হয়ে ৪ উইকেট নেন মুক্তা রাবীন্দ্র মার্গে। রান তাড়ায় নেমে রুপালি ব্যাংকের দুই ওপেনাই ম্যাচ জিতিয়ে দেন। ৫৪ বলে ৬৭ রান করে ইসমা তানজিম ও ৪৫ বলে ৫১ রান করে ফারজানা হক অপরাজিত থাকেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১৪ রানে হারিয়েছে বিকেএসপি। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৪০ রান করে বিকেএসপির মেয়েরা। ওই রান তাড়ায় নেমে পুরো ইনিংস খেললেও ২২৬ রানের বেশি করতে পারেনি খেলাঘর।