Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে জিতে দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান!

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের আপন চাচাতো ভাই এহসানুল হাকিম সাধন। পরে গোসলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

বুধবার (২২ মে) সকালে পরিবারের সদস্যরা তার মাকে পাশে বসিয়ে সমর্থকরা নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যাকে দুধ দিয়ে গোসল করান।

দুধ দিয়ে গোসলের দুটি ছবি মনিরুল ইসলাম নামে সাধনের এক কর্মী ফেসবুকে পোস্ট করলে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে পোস্টকারী মনিরুল ইসলাম বলেন, নবনির্বাচিত বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধনকে তার ভালোবাসার মানুষ, পরিবারের সদস্যরা দুধ দিয়ে গোসল করিয়ে দেন। এ কারণে ছবিটি ফেসবুকে পোস্ট করেছি।

এহসানুল হাকিম বলেন, আমার সমর্থক ও এলাকাবাসীর আবদার রক্ষার্থে দুধ দিয়ে গোসল করেছি। দীর্ঘ ১৫ বছর আমার প্রতিদ্বন্দ্বী এই উপজেলায় রাজতন্ত্র কায়েম করেছিলেন। আমি বিজয়ী হওয়ার পর জনমনে যে সন্তোষ দেখা দিয়েছে তাতে মনে হচ্ছে তারা এতদিন জেলখানায় ছিল। এখন মনে হচ্ছে, তারা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। তার প্রমাণ, সকাল থেকে আমার বাড়িতে হাজার হাজার মানুষ আসছে। জনগণ আমাকে অনেক ভালোবাসে, তার তাদের ভালোবাসা ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে।

উল্লেখ্য, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের চাচাতো ভাই মো. এহছানুল হাকিম (মোটরসাইকেল) ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বালিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ (আনারস) ৪১ হাজার ৬৮০ ভোট পান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচনে জিতে দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান!

প্রকাশের সময় : ০৫:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের আপন চাচাতো ভাই এহসানুল হাকিম সাধন। পরে গোসলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

বুধবার (২২ মে) সকালে পরিবারের সদস্যরা তার মাকে পাশে বসিয়ে সমর্থকরা নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যাকে দুধ দিয়ে গোসল করান।

দুধ দিয়ে গোসলের দুটি ছবি মনিরুল ইসলাম নামে সাধনের এক কর্মী ফেসবুকে পোস্ট করলে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে পোস্টকারী মনিরুল ইসলাম বলেন, নবনির্বাচিত বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধনকে তার ভালোবাসার মানুষ, পরিবারের সদস্যরা দুধ দিয়ে গোসল করিয়ে দেন। এ কারণে ছবিটি ফেসবুকে পোস্ট করেছি।

এহসানুল হাকিম বলেন, আমার সমর্থক ও এলাকাবাসীর আবদার রক্ষার্থে দুধ দিয়ে গোসল করেছি। দীর্ঘ ১৫ বছর আমার প্রতিদ্বন্দ্বী এই উপজেলায় রাজতন্ত্র কায়েম করেছিলেন। আমি বিজয়ী হওয়ার পর জনমনে যে সন্তোষ দেখা দিয়েছে তাতে মনে হচ্ছে তারা এতদিন জেলখানায় ছিল। এখন মনে হচ্ছে, তারা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। তার প্রমাণ, সকাল থেকে আমার বাড়িতে হাজার হাজার মানুষ আসছে। জনগণ আমাকে অনেক ভালোবাসে, তার তাদের ভালোবাসা ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে।

উল্লেখ্য, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের চাচাতো ভাই মো. এহছানুল হাকিম (মোটরসাইকেল) ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বালিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ (আনারস) ৪১ হাজার ৬৮০ ভোট পান।