কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২০ মে) বেলা ১১টায় উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চান্দিনা পৌরসভাস্থ ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. জামসেদ আহমেদ (৩৬) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, জামশেদ কুয়েত প্রবাসী। সে ১৫ দিন আগে দেশে আসেন। আজ তার বন্ধু শাহজালালকে সঙ্গে নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়ে মাইজখার ইউনিয়নের আলিকা মোড়া গ্রাম থেকে মাছের রেনু পোনা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেলটি পৌরসভার উদালির পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট কম্পানির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় দুই বন্ধু শাহজালাল ও জামশেদ।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানজুর মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।