Dhaka মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে ট্রাকচাপায় পরিবার পরিকল্পনা সহকারী নিহত

পিরোজপুর জেলা প্রতিনিধি  : 
পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাকচাপায় মো. খাইরুল ইসলাম পনির (৪৬) নামে পরিবার পরিকল্পনা বিভাগেরে এক সহকারী নিহত হয়েছেন।
রোববার (১৯ মে) রাতে ১০টার দিকে উপজেলার মঠবাড়িয়া তুষখালী সড়কের খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম উপজেলার বেতমোড় ইউনিয়নের জরিপের চর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মোশারেফ তালুকদারের ছেলে। তিনি মঠবাড়িয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বন্ধুদের নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেল নিয়ে মঠবাড়িয়ার দিকে যাচ্ছিলেন তিনি। হঠাৎ করে তার মোটরসাইকলেটি বিকল হলে তিনি তা টেনে নিয়ে সামনে আগাতে থাকেন। এ সময় তুষখালি থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোলায়মান সালেহিন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল : রিজভী

পিরোজপুরে ট্রাকচাপায় পরিবার পরিকল্পনা সহকারী নিহত

প্রকাশের সময় : ০২:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
পিরোজপুর জেলা প্রতিনিধি  : 
পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাকচাপায় মো. খাইরুল ইসলাম পনির (৪৬) নামে পরিবার পরিকল্পনা বিভাগেরে এক সহকারী নিহত হয়েছেন।
রোববার (১৯ মে) রাতে ১০টার দিকে উপজেলার মঠবাড়িয়া তুষখালী সড়কের খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম উপজেলার বেতমোড় ইউনিয়নের জরিপের চর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মোশারেফ তালুকদারের ছেলে। তিনি মঠবাড়িয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বন্ধুদের নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেল নিয়ে মঠবাড়িয়ার দিকে যাচ্ছিলেন তিনি। হঠাৎ করে তার মোটরসাইকলেটি বিকল হলে তিনি তা টেনে নিয়ে সামনে আগাতে থাকেন। এ সময় তুষখালি থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোলায়মান সালেহিন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।