Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ মে) সকালে সদর উপজেলার খেলনা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, খেলনা গ্রামের বাদশা শেখ ও রাসেল শেখের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে রবিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খেলনা গ্রামের বাদশা শেখ ও রাসেল শেখের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই গ্রুপের সমর্থকরা দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রকাশের সময় : ০৫:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ মে) সকালে সদর উপজেলার খেলনা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, খেলনা গ্রামের বাদশা শেখ ও রাসেল শেখের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে রবিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খেলনা গ্রামের বাদশা শেখ ও রাসেল শেখের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই গ্রুপের সমর্থকরা দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।