Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লিচুর বিচি আটকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : 

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় লিচুর বিচি গলায় আটকে শ্বাসরোধে আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদ মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জের ঘিওরে গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধে আব্দুল মজিদ মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সামছুল হক মোল্লা রওশন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি ওই ইউনিয়নের কলিয়া গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

চেয়ারম্যন সামছুল হক মোল্লা রওশন জানান, মঙ্গলবার (১৪ মে) বিকেলে নিহত আব্দুল মজিদ মিয়া তার নিজ বাড়িতে লিচু খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে পরিবারের সদস্যরা তকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, লিচুর বিচি গলায় আটকে এক জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

লিচুর বিচি আটকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশের সময় : ০৫:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : 

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় লিচুর বিচি গলায় আটকে শ্বাসরোধে আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদ মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জের ঘিওরে গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধে আব্দুল মজিদ মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সামছুল হক মোল্লা রওশন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি ওই ইউনিয়নের কলিয়া গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

চেয়ারম্যন সামছুল হক মোল্লা রওশন জানান, মঙ্গলবার (১৪ মে) বিকেলে নিহত আব্দুল মজিদ মিয়া তার নিজ বাড়িতে লিচু খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে পরিবারের সদস্যরা তকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, লিচুর বিচি গলায় আটকে এক জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।