Dhaka রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন এমবাপ্পে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ২১১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

কিলিয়ান এমবাপ্পে যে পিএসজি ছাড়ছেন, সেটা প্রায় নিশ্চিতই ছিল। শুধু তাঁর আনুষ্ঠানিক ঘোষণাই ছিল বাকি। তবে ইতিমধ্যে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ফরাসি তারকা বিষয়টি নিশ্চিত করেছেন, এটিই ছিল পিএসজির হয়ে তাঁর শেষ মৌসুম।

তবে মৌসুমে এখনও দলটির দুটি ম্যাচ রয়েছে। যদিও প্যারিসের দলটি লিগ আঁ ঘরে তুলে নিয়েছে। ক্লাব ছাড়ার আগে গতকাল ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে বিশ্বজয়ী এই ফরোয়ার্ডের হাতে। সোমবার প্যারিসে জমকালো আয়োজনে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়নের পুরস্কার বিতরণীতে ২৫ বছর বয়সী এমবাপ্পের হাতে তুলে দেয়া হয় বর্ষসেরার পুরস্কার। এই নিয়ে টানা পঞ্চমবারের মতো ফ্রেঞ্চ লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতলেন এমবাপে।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ৪৪ গোল করেছেন এই ফরোয়ার্ড। রোববারে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন এমবাপে। তুলুজের কাছে সেই ম্যাচে ৩-১ গোলে হেরেছে পিএসজি। যদিও ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে।

এদিকে পিএসজি ছেড়ে এমবাপ্পে যে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন সেটা মোটামুটি নিশ্চিত। যেখানে লিগ ‘আঁ’তে চলতি মৌসুমে এমবাপ্পের গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিলের জোনাথন ডেভিডের চেয়ে ৮ গোল বেশি তার।

এদিকে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পিএসজির মিডফিল্ডার ওয়ারেন জেইর-এমেরি আর বর্ষসেরা গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে বর্ষসেরা কোচের পুরস্কারটি পেয়েছেন ব্রেস্তের এরিক রয়। প্রথমবারের মতো ফরাসি ক্লাবটিকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাইয়ে দিয়েছেন ফরাসি এই কোচ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চার ক্যাম্পাসে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক : নুর

ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন এমবাপ্পে

প্রকাশের সময় : ০২:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

কিলিয়ান এমবাপ্পে যে পিএসজি ছাড়ছেন, সেটা প্রায় নিশ্চিতই ছিল। শুধু তাঁর আনুষ্ঠানিক ঘোষণাই ছিল বাকি। তবে ইতিমধ্যে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ফরাসি তারকা বিষয়টি নিশ্চিত করেছেন, এটিই ছিল পিএসজির হয়ে তাঁর শেষ মৌসুম।

তবে মৌসুমে এখনও দলটির দুটি ম্যাচ রয়েছে। যদিও প্যারিসের দলটি লিগ আঁ ঘরে তুলে নিয়েছে। ক্লাব ছাড়ার আগে গতকাল ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে বিশ্বজয়ী এই ফরোয়ার্ডের হাতে। সোমবার প্যারিসে জমকালো আয়োজনে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়নের পুরস্কার বিতরণীতে ২৫ বছর বয়সী এমবাপ্পের হাতে তুলে দেয়া হয় বর্ষসেরার পুরস্কার। এই নিয়ে টানা পঞ্চমবারের মতো ফ্রেঞ্চ লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতলেন এমবাপে।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ৪৪ গোল করেছেন এই ফরোয়ার্ড। রোববারে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন এমবাপে। তুলুজের কাছে সেই ম্যাচে ৩-১ গোলে হেরেছে পিএসজি। যদিও ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে।

এদিকে পিএসজি ছেড়ে এমবাপ্পে যে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন সেটা মোটামুটি নিশ্চিত। যেখানে লিগ ‘আঁ’তে চলতি মৌসুমে এমবাপ্পের গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিলের জোনাথন ডেভিডের চেয়ে ৮ গোল বেশি তার।

এদিকে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পিএসজির মিডফিল্ডার ওয়ারেন জেইর-এমেরি আর বর্ষসেরা গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে বর্ষসেরা কোচের পুরস্কারটি পেয়েছেন ব্রেস্তের এরিক রয়। প্রথমবারের মতো ফরাসি ক্লাবটিকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাইয়ে দিয়েছেন ফরাসি এই কোচ।