স্পোর্টস ডেস্ক :
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের আসর লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। টুর্নামেন্টটির পঞ্চম আসর ১ জুলাই মাঠে গড়াবে। আসন্ন মৌসুমে ডাম্বুলা থান্ডার্সের আইকন প্লেয়ার হিসেবে খেলবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
সোমবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার খবরটি জানায় ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি।
ক্যাপশনে তারা লিখেছে, বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে পরিচিত করে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত।
সম্প্রতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে বল হাতে কবজির ভেলকি দেখান মুস্তাফিজ। ৮ ম্যাচে ১৪ উইকেট শিকার করে বেশ প্রশংসিত হয়েছেন এই কাটার মাস্টার। তাই প্লেয়ার ড্রাফটের আগেই ফিজকে নিজেদের করে নিয়েছে ডাম্বুলার ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে এলপিএলের গত আসরের রানার্সআপ হয়েছিল ডাম্বুলা অরা। তবে দলটির মালিকানা থেকে সরে দাঁড়িয়েছে অরা লঙ্কা গ্রুপ। এরপর দলটি কিনেছে বাংলাদেশের প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। আসন্ন নতুন মৌসুমে খেলবে ডাম্বুলা থান্ডার নামে।
এলপিএলের এবারের নিলামে ২৪ দেশের ৫০০ এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্য থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ।