হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে গেছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আনন্দে ফেটে পড়েছেন তার সমর্থকরা। আনন্দ উল্লাস করছেন। দিন শেষে রাতভর চলেছে সেই উল্লাস। আনন্দে নির্ঘুম রাত কাটিয়েছেন বাইডেন সমর্থকরা।


তারা প্রতিটি রাজ্যে, প্রতিটি মহল্লায় উল্লাস প্রকাশ করে মিছিল করেছেন।
আরও পড়ুন : অভিনন্দনে ভাসছেন জো বাইডেন ও কমলা হ্যারিস
শ্যাম্পেন ছিটিয়ে নিজেদের বিজয়কে জানান দিয়েছেন। শনিবার যখন পেনসিলভ্যানিয়ার নির্বাচনের খবর প্রকাশিত হয়, তখন গলফ খেলছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
পরে তিনি হোয়াইট হাউজে ফিরে আসেন। এ সময় রাস্তায় দাঁড়িয়ে তাকে হাতের মধ্যমা প্রদর্শন করেন এসব মানুষ।