Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কল্যাণপুরে ভ্যান ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খালে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি কুষ্টিয়ার দিক থেকে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কল্যাণপুর নতুন রাস্তা এলাকায় পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে সড়কের পাশে খালে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাসযাত্রী রাজবাড়ী সদরের বসন্তপুর এলাকার আলিফ বেপারী বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিল। পথে কল্যাণপুর এলাকায় পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন জানান, বাস দুর্ঘটনায় বেশ কিছু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি রেখে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ-উন-নবী জানান, দুর্ঘটনার পরই বাসটির চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হলেও কারও অবস্থা মারাত্মক না। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

রাজবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০

প্রকাশের সময় : ০৩:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কল্যাণপুরে ভ্যান ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খালে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি কুষ্টিয়ার দিক থেকে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কল্যাণপুর নতুন রাস্তা এলাকায় পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে সড়কের পাশে খালে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাসযাত্রী রাজবাড়ী সদরের বসন্তপুর এলাকার আলিফ বেপারী বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিল। পথে কল্যাণপুর এলাকায় পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন জানান, বাস দুর্ঘটনায় বেশ কিছু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি রেখে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ-উন-নবী জানান, দুর্ঘটনার পরই বাসটির চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হলেও কারও অবস্থা মারাত্মক না। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।