Dhaka শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন নেইমারের আল হিলাল

স্পোর্টস ডেস্ক : 

ফুটবল খেলাটা দিনশেষে দলগতই পারফরম্যান্সেরই প্রতিফলন, সেটা না হলে দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর মাপের একজন থাকলেও বড় সাফল্য পাওয়াটা কঠিন হয়ে যায়। পর্তুগিজ তারকার দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পরও আবারও সৌদি প্রো লিগ জিততে ব্যর্থ আল নাসের। অপরাজিত থেকেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে আল হিলাল।

শনিবার (১১ মে) তিন ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। সবশেষ ৫ মৌসুমে চতুর্থবার। আর সব মিলিয়ে ১৯তম। গতকাল আল হাজমকে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আল হিলাল। দলের শিরোপা নিশ্চিত হওয়ার ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন নেইমার।

গত মৌসুমে সৌদি প্রো লিগে নিজের প্রথম মৌসুমে রানার্সআপ হয়েছিলেন রোনালদো। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল আল ইত্তিহাদ। লিগ জিতে এই মৌসুমে এরই মধ্যে ডাবল জেতা হয়ে গেছে আল হিলালের। সৌদি কিংস কাপের ফাইনালে পৌঁছেছে দলটি। সেখানে তাদের প্রতিপক্ষ আল নাসরই।

হতাশাজনক মৌসুমে রোনালদোর চোখ থাকবে এখন এই শিরোপা জিতে কিছুটা হলেও ক্ষতে প্রলেপ দেওয়ার। সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ৩৩ গোল করা রোনালদো এক গোল দূরে আছেন এই লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার রেকর্ড স্পর্শ থেকে। চলতি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ৪২ গোল করেছেন সাবেল রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

Saudi Pro League: Cristiano Ronaldo remains trophy-less as Neymar wins  title in debut season with Al Hilal - Sportstar

সতীর্থদের সঙ্গে উদ্যাপন করতে নিজের মেয়েকেও মাঠে নিয়ে এসেছিলেন নেইমার। মেয়েকে নিয়ে শিরোপা নিশ্চিত হওয়ার মুহূর্ত নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করেছে আল হিলাল। গত বছরের অক্টোবরে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে নেইমার। এই মৌসুমে দলের হয়ে লিগে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

লিগে ৩১ ম্যাচ শেষে অপরাজিত চ্যাম্পিয়ন আল হিলালের পয়েন্ট ৮৯। অন্যদিকে সমান ম্যাচে ৭৭ পয়েন্ট আল নাসরের। বাকি তিন ম্যাচ যদি আল হিলাল হারে আর রোনালদোরা জয়ও পান, তবু চ্যাম্পিয়নদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই আল নাসরের। তাই চ্যাম্পিয়নের স্বাদ পেতে নতুন আবারও মৌসুমের অপেক্ষা করতে হচ্ছে রোনালদোকে। সবশেষ মৌসুমে তাঁদের এবারের মতো দুইয়ে রেখে চ্যাম্পিয়ন হয়েছিল আল ইত্তিহাদ।

নেইমার এখনো ফিট না হওয়ায় আসন্ন কোপা আমেরিকায়ও তাঁর খেলা হচ্ছে না। তাঁকে বাদ দিয়েই গত পরশু দল ঘোষণা করেছে ব্রাজিল। আল হিলালের হয়ে বেঞ্চে বসে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিলেও কোপায় ব্রাজিল চ্যাম্পিয়ন হলে সেই স্বাদ নেওয়ার সুযোগ থাকবে না তাঁর।

২০২২ সালের ডিসেম্বরে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের শীর্ষ ক্লাব আল নাসরে নাম লেখানোর পর প্রো লিগে বড় বড় ফুটবল তারকাদের মেলা বসেছে যেন। নেইমার, করিম বেনজেমা, সাদিও মানে, এনগোলো কঁতে এবং রিয়াদ মাহরেজের মতো ইউরোপ মাতানো ফুটবলাররা সৌদিতে পাড়ি জমিয়েছেন। আর তাতে প্রো লিগে প্রতিদ্বন্দ্বীতাও বেড়েছে বহুগুণ। যে কারণে রোনালদো ও মানের মতো বিশ্বের সেরা উইঙ্গার থাকা সত্ত্বেও টানা দুই মৌসুম লিগ শিরোপাহীন থাকতে হলো আল নাসরকে।

তবে দল না পারলেও গোল করায় এখনও এগিয়ে রোনালদো। ৩৩ গোল নিয়ে এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা তিনি। দুইয়ে থাকা আল হিলাল তারকা মিত্রোভিচের চেয়ে ৯ গোল বেশি করেছেন এই পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী।

এদিকে ৩৯ বছর বয়সী রোনালদোকে আরও একবার হতাশ করতে পারে আল হিলাল। আগামী ৩১ মে কিংস কাপের ফাইনালে তাদের মুখোমুখি হবে আল নাসর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন নেইমারের আল হিলাল

প্রকাশের সময় : ০৫:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ফুটবল খেলাটা দিনশেষে দলগতই পারফরম্যান্সেরই প্রতিফলন, সেটা না হলে দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর মাপের একজন থাকলেও বড় সাফল্য পাওয়াটা কঠিন হয়ে যায়। পর্তুগিজ তারকার দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পরও আবারও সৌদি প্রো লিগ জিততে ব্যর্থ আল নাসের। অপরাজিত থেকেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে আল হিলাল।

শনিবার (১১ মে) তিন ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। সবশেষ ৫ মৌসুমে চতুর্থবার। আর সব মিলিয়ে ১৯তম। গতকাল আল হাজমকে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আল হিলাল। দলের শিরোপা নিশ্চিত হওয়ার ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন নেইমার।

গত মৌসুমে সৌদি প্রো লিগে নিজের প্রথম মৌসুমে রানার্সআপ হয়েছিলেন রোনালদো। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল আল ইত্তিহাদ। লিগ জিতে এই মৌসুমে এরই মধ্যে ডাবল জেতা হয়ে গেছে আল হিলালের। সৌদি কিংস কাপের ফাইনালে পৌঁছেছে দলটি। সেখানে তাদের প্রতিপক্ষ আল নাসরই।

হতাশাজনক মৌসুমে রোনালদোর চোখ থাকবে এখন এই শিরোপা জিতে কিছুটা হলেও ক্ষতে প্রলেপ দেওয়ার। সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ৩৩ গোল করা রোনালদো এক গোল দূরে আছেন এই লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার রেকর্ড স্পর্শ থেকে। চলতি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ৪২ গোল করেছেন সাবেল রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

Saudi Pro League: Cristiano Ronaldo remains trophy-less as Neymar wins  title in debut season with Al Hilal - Sportstar

সতীর্থদের সঙ্গে উদ্যাপন করতে নিজের মেয়েকেও মাঠে নিয়ে এসেছিলেন নেইমার। মেয়েকে নিয়ে শিরোপা নিশ্চিত হওয়ার মুহূর্ত নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করেছে আল হিলাল। গত বছরের অক্টোবরে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে নেইমার। এই মৌসুমে দলের হয়ে লিগে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

লিগে ৩১ ম্যাচ শেষে অপরাজিত চ্যাম্পিয়ন আল হিলালের পয়েন্ট ৮৯। অন্যদিকে সমান ম্যাচে ৭৭ পয়েন্ট আল নাসরের। বাকি তিন ম্যাচ যদি আল হিলাল হারে আর রোনালদোরা জয়ও পান, তবু চ্যাম্পিয়নদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই আল নাসরের। তাই চ্যাম্পিয়নের স্বাদ পেতে নতুন আবারও মৌসুমের অপেক্ষা করতে হচ্ছে রোনালদোকে। সবশেষ মৌসুমে তাঁদের এবারের মতো দুইয়ে রেখে চ্যাম্পিয়ন হয়েছিল আল ইত্তিহাদ।

নেইমার এখনো ফিট না হওয়ায় আসন্ন কোপা আমেরিকায়ও তাঁর খেলা হচ্ছে না। তাঁকে বাদ দিয়েই গত পরশু দল ঘোষণা করেছে ব্রাজিল। আল হিলালের হয়ে বেঞ্চে বসে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিলেও কোপায় ব্রাজিল চ্যাম্পিয়ন হলে সেই স্বাদ নেওয়ার সুযোগ থাকবে না তাঁর।

২০২২ সালের ডিসেম্বরে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের শীর্ষ ক্লাব আল নাসরে নাম লেখানোর পর প্রো লিগে বড় বড় ফুটবল তারকাদের মেলা বসেছে যেন। নেইমার, করিম বেনজেমা, সাদিও মানে, এনগোলো কঁতে এবং রিয়াদ মাহরেজের মতো ইউরোপ মাতানো ফুটবলাররা সৌদিতে পাড়ি জমিয়েছেন। আর তাতে প্রো লিগে প্রতিদ্বন্দ্বীতাও বেড়েছে বহুগুণ। যে কারণে রোনালদো ও মানের মতো বিশ্বের সেরা উইঙ্গার থাকা সত্ত্বেও টানা দুই মৌসুম লিগ শিরোপাহীন থাকতে হলো আল নাসরকে।

তবে দল না পারলেও গোল করায় এখনও এগিয়ে রোনালদো। ৩৩ গোল নিয়ে এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা তিনি। দুইয়ে থাকা আল হিলাল তারকা মিত্রোভিচের চেয়ে ৯ গোল বেশি করেছেন এই পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী।

এদিকে ৩৯ বছর বয়সী রোনালদোকে আরও একবার হতাশ করতে পারে আল হিলাল। আগামী ৩১ মে কিংস কাপের ফাইনালে তাদের মুখোমুখি হবে আল নাসর।