Dhaka শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো আছে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো আছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অনেক ক্ষেত্রে ইউরোপ-আমেরিকার চেয়েও সেটা ভালো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটা আরও ভালো হয়েছে। অথচ এখানে কেউ ধাওয়া খেলেও আমেরিকার বিবৃতি দেয়।

শুক্রবার (১০ মে) বিকেলে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার পরিস্থিতি কোথাও পারফেক্ট নেই। আমেরিকায় ফিলিস্তিনের পক্ষে আন্দোলনরত আড়াই হাজার ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন হওয়ায় ইউরোপে বিক্ষোভ হচ্ছে।

উপজেলা নির্বাচন নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে ৩৫ শতাংশের বেশি ভোট পড়েছে। যেভাবে বর্জনের ডাক দেয়া হয়েছে, তারপরও ভোটের এই হার আমি মনে করি সন্তোষজনক। কোনো সহিংসতা হয়নি। আশা করি, সামনের নির্বাচনগুলোতে ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো আছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো আছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অনেক ক্ষেত্রে ইউরোপ-আমেরিকার চেয়েও সেটা ভালো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটা আরও ভালো হয়েছে। অথচ এখানে কেউ ধাওয়া খেলেও আমেরিকার বিবৃতি দেয়।

শুক্রবার (১০ মে) বিকেলে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার পরিস্থিতি কোথাও পারফেক্ট নেই। আমেরিকায় ফিলিস্তিনের পক্ষে আন্দোলনরত আড়াই হাজার ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন হওয়ায় ইউরোপে বিক্ষোভ হচ্ছে।

উপজেলা নির্বাচন নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে ৩৫ শতাংশের বেশি ভোট পড়েছে। যেভাবে বর্জনের ডাক দেয়া হয়েছে, তারপরও ভোটের এই হার আমি মনে করি সন্তোষজনক। কোনো সহিংসতা হয়নি। আশা করি, সামনের নির্বাচনগুলোতে ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে।