Dhaka মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীরা যে বক্তব্য রেখেছিল তা হাস্যকর হিসেবে প্রমাণিত হয়েছে : কাদের

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীরা যে বক্তব্য রেখেছিল তা হাস্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। বড় দল না থাকা এবং দলীয়ভাবে নির্বাচন না হওয়ার পরেও ভোটার উপস্থিতি সন্তোষজনক।

বুধবার (৮ মে) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিন বলেন, উপজেলা নির্বাচন নিয়ে বিরোধী দল যে বক্তব্য রেখেছেন সেটা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে। উপজেলা নির্বাচনে ১৪৯টি নির্বাচন হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে অনেকের আশংকা ছিল খুনোখুনি-রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে সমাপ্ত হবে। এই নির্বাচনে দেশের কোথাও কোনো প্রাণহানির ঘটনা নেই। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে।

সেতুমন্ত্রী বলেন, তবে নির্বাচন কমিশন যে ৩০-৪০ ভাগ ভোটার উপস্থিতির কথা জানিয়েছে, এটা সন্তোষজনক।

তিনি বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই বেশিরভাগ বিজয়ী হয়েছে। এখনো কোথাও কোথাও গণনা শেষ হয়নি। আমরা মনে করি টার্ন আউট সন্তোষজনক। প্রাণহানি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন। প্রশাসন খুব দৃঢ় অবস্থান নিয়েছে, দল থেকেও নেত্রীর নির্দেশে সবাই যথাযথ দায়িত্ব পালন করেছে, সে জন্য শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আবাসিক প্রতিনিধি একজন আছেন তিনি পাগলের প্রলাপ বকছেন। সহিংসতা হওয়া নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিল, কিন্তু কোনো প্রাণহানির ঘটনা নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ঝড়-বৃষ্টি ও ধান কাটার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম। কমিশন বলছে, ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। পুরো তথ্য এখনও আসেনি। বৃহস্পতিবার (৯ মে) পুরো তথ্য পাওয়া যাবে।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীরা যে বক্তব্য রেখেছিল তা হাস্যকর হিসেবে প্রমাণিত হয়েছে : কাদের

প্রকাশের সময় : ১১:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীরা যে বক্তব্য রেখেছিল তা হাস্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। বড় দল না থাকা এবং দলীয়ভাবে নির্বাচন না হওয়ার পরেও ভোটার উপস্থিতি সন্তোষজনক।

বুধবার (৮ মে) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিন বলেন, উপজেলা নির্বাচন নিয়ে বিরোধী দল যে বক্তব্য রেখেছেন সেটা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে। উপজেলা নির্বাচনে ১৪৯টি নির্বাচন হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে অনেকের আশংকা ছিল খুনোখুনি-রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে সমাপ্ত হবে। এই নির্বাচনে দেশের কোথাও কোনো প্রাণহানির ঘটনা নেই। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে।

সেতুমন্ত্রী বলেন, তবে নির্বাচন কমিশন যে ৩০-৪০ ভাগ ভোটার উপস্থিতির কথা জানিয়েছে, এটা সন্তোষজনক।

তিনি বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই বেশিরভাগ বিজয়ী হয়েছে। এখনো কোথাও কোথাও গণনা শেষ হয়নি। আমরা মনে করি টার্ন আউট সন্তোষজনক। প্রাণহানি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন। প্রশাসন খুব দৃঢ় অবস্থান নিয়েছে, দল থেকেও নেত্রীর নির্দেশে সবাই যথাযথ দায়িত্ব পালন করেছে, সে জন্য শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আবাসিক প্রতিনিধি একজন আছেন তিনি পাগলের প্রলাপ বকছেন। সহিংসতা হওয়া নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিল, কিন্তু কোনো প্রাণহানির ঘটনা নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ঝড়-বৃষ্টি ও ধান কাটার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম। কমিশন বলছে, ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। পুরো তথ্য এখনও আসেনি। বৃহস্পতিবার (৯ মে) পুরো তথ্য পাওয়া যাবে।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।