Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে চলন্ত বাসকে ট্রেনের ধাক্কা : নিহত ২

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন

ট্রেন দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। কয়েকদিন পর পর ঘটছে ট্রেন দুর্ঘটনা। গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন-বাস সংঘর্ষে বাসের  দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন। শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার সোনাখালি এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, ঢাকাগামী নীলসাগর ট্রেনটি সোনাখালি রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় রেল লাইনে ওঠে পড়া একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি ট্রেনের সঙ্গে আটকে যায়।

আরও পড়ুন : বনানীতে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু

এ অবস্থায় ট্রেনের চালক ট্রেনটি থামাতে সক্ষম হলেও সে সময় ট্রেনটি ঘটনাস্থল থেকে অনেক দূরে চলে যায়। এ দুর্ঘটনায় বাসের এক নারী যাত্রী নিহত এবং অপর চারযাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এসআই মান্নান আরো জানান, দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ট্রেন চলাচল সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

গাজীপুরে চলন্ত বাসকে ট্রেনের ধাক্কা : নিহত ২

প্রকাশের সময় : ০৫:৪৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০

ট্রেন দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। কয়েকদিন পর পর ঘটছে ট্রেন দুর্ঘটনা। গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন-বাস সংঘর্ষে বাসের  দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন। শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার সোনাখালি এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, ঢাকাগামী নীলসাগর ট্রেনটি সোনাখালি রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় রেল লাইনে ওঠে পড়া একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি ট্রেনের সঙ্গে আটকে যায়।

আরও পড়ুন : বনানীতে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু

এ অবস্থায় ট্রেনের চালক ট্রেনটি থামাতে সক্ষম হলেও সে সময় ট্রেনটি ঘটনাস্থল থেকে অনেক দূরে চলে যায়। এ দুর্ঘটনায় বাসের এক নারী যাত্রী নিহত এবং অপর চারযাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এসআই মান্নান আরো জানান, দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ট্রেন চলাচল সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।