মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। চারটি রার্জের ভোট গণনা চলছে। এর মধ্যে তিনটিতেই এগিয়ে আছেন বাইডেন।
তিনটি রাজ্যের ভোটে বাইডেন বিশাল ব্যবধানে জয়ের পথে এগিয়ে রয়েছেন। প্রেসিডেন্ট হতে চলেছেন যুক্তরাষ্ট্রের। বাইডেনকে বিজয়ী ঘোষণার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে মার্কিন মিডিয়া।
আরও পড়ুন : ভোট গণনার অভিযোগ নিয়ে ট্রাম্পের দলে গৃহবিবাদ
পেনসিলভ্যানিয়ায় এগিয়ে যাওয়ায় পাল্টে গেছে সকল হিসাব-নিকাশ। এখানে জিতলে বাইডেন পেয়ে যাবেন আরও ২০টি ইলেকটোরাল ভোট। অথচ এখন ক্ষমতায় যেতে তার মাত্র ৬টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন।
এদিকে, প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছার পর বাইডেনের বাড়িতে নিরাপত্তা দিচ্ছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। এয়ার স্পেইসসহ দেলাওয়ারে জো বাইডেনের বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো মুহূর্তে বাইডেনকে বেসরকারিভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা দিতে পারে মার্কিন মিডিয়া ।