নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর গুলিস্তানে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে মো. সেলিম মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে তিনি হিট স্ট্রোক করে মারা গেছেন।
রোববার (২৮ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে অটোরিকশায় চড়ে কাজলা থেকে কারওয়ান বাজার যাওয়ার পথিমধ্যে গুলিস্তান এলাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেলিম মিয়া রাজধানীর কোতোয়ালি থানার সামসাবাদ নয়াবাজার এলাকার মৃত মনা মিয়ার ছেলে।
সেলিম মিয়ার ভাই মো. শহিদ মিয়া বলেন, আমার ভাই পেশায় একজন ছাগল ব্যবসায়ী। দুপুরের দিকে গুলিস্তান এলাকায় অটোরিকশার ভেতর অসুস্থ হয়ে কাত হয়ে পড়ে যান তিনি। পরে অটোরিকশা চালক তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এরপর এখানকার জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে আমার ভাই মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশা চালক রুবেল হোসেন জানান, ভাঙাপ্রেস থেকে তার অটোরিকশায় উঠেছিলেন সেলিম নামের ওই ছাগল ব্যবসায়ী। কারওয়ানবাজারের উদ্দেশে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী। তখন তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান তিনি। সেখানেই চিকিৎসক মৃত বলে জানান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ব্যবসায়ী সেলিম মিয়ার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।