Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের জকিগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা মাটি বহনকারী ট্রাকের পেছনে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে ও কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), একই গ্রামের ছাদ উদ্দিনের ছেলে ও জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)। নিহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে সোনাসার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামে ইটভাটার পাশে পৌঁছামাত্র সড়কে দাঁড়িয়ে থাকা মাটি বহনকারী ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেদোয়ান ও মঞ্জুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তিনিও মারা যান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান, রাতে ঝড়বৃষ্টির সময় বিদ্যুৎ ছিল না। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দিলে ওই তিন আরোহী নিহত হন। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ১২:১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের জকিগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা মাটি বহনকারী ট্রাকের পেছনে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে ও কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), একই গ্রামের ছাদ উদ্দিনের ছেলে ও জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)। নিহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে সোনাসার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামে ইটভাটার পাশে পৌঁছামাত্র সড়কে দাঁড়িয়ে থাকা মাটি বহনকারী ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেদোয়ান ও মঞ্জুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তিনিও মারা যান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান, রাতে ঝড়বৃষ্টির সময় বিদ্যুৎ ছিল না। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দিলে ওই তিন আরোহী নিহত হন। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।