Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আর্সেনালের গোলবন্যায় ভাসলো চেলসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ১৮৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চেলসির উপর যেন এক ধ্বংসলীলা চালালো আর্সেনাল। একে একে ৫ গোল দিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের জাল ছিন্ন-বিচ্ছিন্ন করলো গানাররা। এতে শিরোপার দৌড়ে সবার প্রথমে থাকা আর্সেনাল দ্বিতীয়স্থানে থাকা লিভারপুল থেকে গোটা ৩ পয়েন্ট ব্যবধান নিয়ে এগিয়ে গেল। আর্সেনালের রোমাঞ্চকর রাতে জোড়া গোল করেছেন কাই হ্যাভার্টজ ও বেন হোয়াইট। এতে চেলসিকে ৫-০ গোলে হারিয়েছে মিকেল আরতেতার দল।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চেলসির বিপক্ষে ম্যাচে গোল উৎসব করে জিতেছে আর্সেনাল। আর এই জয়ে শীর্ষে ফিরেছে গানাররা। ৩৪ ম্যাচ খেলে ৭৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে আর্তেতার দল। এক ম্যাচ কম খেলা লিভারপুল দুইয়ে আছে ৭৪ পয়েন্ট নিয়ে, অন্যদিকে দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি আছে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে।

আর্সেনালের ঘরের মাঠে খেলতে নেমে কাল বল দখলে এগিয়ে ছিল চেলসিই। কিন্তু আক্রমণে সুবিধা করে ওঠতে পারেনি পচেত্তিনোর শিষ্যরা। তাই ৫৬ শতাংশ সময় বল দখলে রেখেও শট নিতে পেরেছে কেবল ৭টি যার মাত্র ১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বল বল দখলে পিছিয়ে থাকা গানাররা ২৭টি শট নিয়ে ১০টিই রেখেছিল লক্ষ্যে।

শুরু থেকেই রক্ষণের দুর্বলতায় ভুগতে হয় চেলসিকে। সেই সুযোগে চতুর্থ মিনিটেই স্বাগতিক সমর্থকদের উৎসবে মাতান লিয়ান্দ্রো ট্রোসার্ড। ডেকলান রাইসের বাড়ানো পাস ধরে দূরূহ কোণ থেকে বাম পায়ের শটে জাল খুঁজে নেন বেলজিয়ান ফরোয়ার্ড।

গোল পাওয়ার পর উজ্জীবিত আর্সেনাল একের পর এক আক্রমণ শাণিয়ে যায়। ২৩তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ হতে পারত, কিন্তু রাইসের শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। মিনিট দুয়েক পর সুযোগ এসেছিল চেলসির সামনেও। দারুণ এক শট নিয়েছিলেন নিকোলাস জনসন, কিন্তু বল আর্সেনালের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে পোস্ট কাঁপায়। প্রথমার্ধের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি আর্সেনাল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্সেনাল আক্রমণের ধার বাড়ায়। ৫২তম মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে জোরালো শট নেন রাইস, বল এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় বেন হোয়াইটের কাছে। কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ডিফেন্ডার। ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি চেলসি গোলরক্ষক পেত্রোভিচ।

৫৭তম মিনিটে ব্যবধান ৩-০ করে আর্সেনাল। এবার মার্টিন ওডেগোরের লং পাস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন হাভার্টজ। ৬৫তম মিনিটে হাভার্টজের আরেক শট পোস্টের ভেতরের কানায় লেগে জালে ঢুকে যায়। পাঁচ মিনিট পর প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন হোয়াইট। তাতে চলতি লিগে প্রথমবার পাঁচ গোল হজম করল মাওরিসিও পচেত্তিনোর দল।

বর্তমানে ৩৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৭। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে লিভারপুুল। আর ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে ৩২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নবমস্থানে আছে চেলসি।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এ নিয়ে ষষ্ঠবারের মতো ৫ বার তার বেশি গোল করলো আর্সেনাল। এই মৌসুমে গানারদের গোল ব্যবধানও অনেক বেশি। যেখানে লিভারপুলের গোল ব্যবধান ৪৩, সেখানে আর্সেনালের গোল ব্যবধান ৫৬।

আর্সেনালের কাছে গত রাতে বিধ্বস্ত হওয়ার পর হতাশা প্রকাশ করেছেন চেলসি কোচ মরিসিও পচেত্তিনো। ম্যাচ শেষে চেলসি কোচ বলেন, ‘আমরা এভাবেই অধারাবাহিক পারফরম্যান্স করে আসছি। দারুণ পারফরম্যান্স করেছিলাম আমরা (ম্যান সিটির বিপক্ষে) ও তারপর আজ এমনটা হলো। যখন আমাদের খারাপ দিন আসে, তখন আরও বাজে খেলি।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

আর্সেনালের গোলবন্যায় ভাসলো চেলসি

প্রকাশের সময় : ১২:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

চেলসির উপর যেন এক ধ্বংসলীলা চালালো আর্সেনাল। একে একে ৫ গোল দিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের জাল ছিন্ন-বিচ্ছিন্ন করলো গানাররা। এতে শিরোপার দৌড়ে সবার প্রথমে থাকা আর্সেনাল দ্বিতীয়স্থানে থাকা লিভারপুল থেকে গোটা ৩ পয়েন্ট ব্যবধান নিয়ে এগিয়ে গেল। আর্সেনালের রোমাঞ্চকর রাতে জোড়া গোল করেছেন কাই হ্যাভার্টজ ও বেন হোয়াইট। এতে চেলসিকে ৫-০ গোলে হারিয়েছে মিকেল আরতেতার দল।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চেলসির বিপক্ষে ম্যাচে গোল উৎসব করে জিতেছে আর্সেনাল। আর এই জয়ে শীর্ষে ফিরেছে গানাররা। ৩৪ ম্যাচ খেলে ৭৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে আর্তেতার দল। এক ম্যাচ কম খেলা লিভারপুল দুইয়ে আছে ৭৪ পয়েন্ট নিয়ে, অন্যদিকে দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি আছে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে।

আর্সেনালের ঘরের মাঠে খেলতে নেমে কাল বল দখলে এগিয়ে ছিল চেলসিই। কিন্তু আক্রমণে সুবিধা করে ওঠতে পারেনি পচেত্তিনোর শিষ্যরা। তাই ৫৬ শতাংশ সময় বল দখলে রেখেও শট নিতে পেরেছে কেবল ৭টি যার মাত্র ১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বল বল দখলে পিছিয়ে থাকা গানাররা ২৭টি শট নিয়ে ১০টিই রেখেছিল লক্ষ্যে।

শুরু থেকেই রক্ষণের দুর্বলতায় ভুগতে হয় চেলসিকে। সেই সুযোগে চতুর্থ মিনিটেই স্বাগতিক সমর্থকদের উৎসবে মাতান লিয়ান্দ্রো ট্রোসার্ড। ডেকলান রাইসের বাড়ানো পাস ধরে দূরূহ কোণ থেকে বাম পায়ের শটে জাল খুঁজে নেন বেলজিয়ান ফরোয়ার্ড।

গোল পাওয়ার পর উজ্জীবিত আর্সেনাল একের পর এক আক্রমণ শাণিয়ে যায়। ২৩তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ হতে পারত, কিন্তু রাইসের শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। মিনিট দুয়েক পর সুযোগ এসেছিল চেলসির সামনেও। দারুণ এক শট নিয়েছিলেন নিকোলাস জনসন, কিন্তু বল আর্সেনালের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে পোস্ট কাঁপায়। প্রথমার্ধের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি আর্সেনাল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্সেনাল আক্রমণের ধার বাড়ায়। ৫২তম মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে জোরালো শট নেন রাইস, বল এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় বেন হোয়াইটের কাছে। কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ডিফেন্ডার। ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি চেলসি গোলরক্ষক পেত্রোভিচ।

৫৭তম মিনিটে ব্যবধান ৩-০ করে আর্সেনাল। এবার মার্টিন ওডেগোরের লং পাস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন হাভার্টজ। ৬৫তম মিনিটে হাভার্টজের আরেক শট পোস্টের ভেতরের কানায় লেগে জালে ঢুকে যায়। পাঁচ মিনিট পর প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন হোয়াইট। তাতে চলতি লিগে প্রথমবার পাঁচ গোল হজম করল মাওরিসিও পচেত্তিনোর দল।

বর্তমানে ৩৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৭। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে লিভারপুুল। আর ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে ৩২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নবমস্থানে আছে চেলসি।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এ নিয়ে ষষ্ঠবারের মতো ৫ বার তার বেশি গোল করলো আর্সেনাল। এই মৌসুমে গানারদের গোল ব্যবধানও অনেক বেশি। যেখানে লিভারপুলের গোল ব্যবধান ৪৩, সেখানে আর্সেনালের গোল ব্যবধান ৫৬।

আর্সেনালের কাছে গত রাতে বিধ্বস্ত হওয়ার পর হতাশা প্রকাশ করেছেন চেলসি কোচ মরিসিও পচেত্তিনো। ম্যাচ শেষে চেলসি কোচ বলেন, ‘আমরা এভাবেই অধারাবাহিক পারফরম্যান্স করে আসছি। দারুণ পারফরম্যান্স করেছিলাম আমরা (ম্যান সিটির বিপক্ষে) ও তারপর আজ এমনটা হলো। যখন আমাদের খারাপ দিন আসে, তখন আরও বাজে খেলি।