সনাতন ধর্মাবলম্বীরা করবা চৌথে স্বামীদের মঙ্গল কামনায় ব্রত পালন করে থাকেন। বলিউডের অভিনেত্রীরাও পিছিয়ে নেই তাকে। স্বামীর মঙ্গলে বলিউডের অভিত্রেীরাও এই ব্রতপালন করছেন। পিছিয়ে নেই অজয় দেবগনের স্ত্রী বলিউডের সুপারহিট নায়িকা কাজল দেবগনও।
লাল শাড়িতে কাঁপিয়েছেন সোশ্যাল মিডিয়া। বলা চলে এই তালিকায় একদম প্রথম সারিতে বলিউডের সিমরন ওরফে কাজল। লাল শাড়ি, লাল টিপ, হাতে চুড়ি।
আরও পড়ুন : খোলামেলা ছবি-ভিডিও শেয়ার করে সমালোচিত ব্রিটনি
কাজলের করবা চৌথে লুক সকলকে মুগ্ধ করেছে। নুডল স্ট্র্যাপ ব্লাউজ, মডার্ন টাচ যোগ করেছে লুকে। ব্লাউজে রয়েছে সিকুয়েন্সের কাজ।
করবা চৌথের যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কাজলের নেকলেস ও ঝুমকা। চাঁদ দেখার জন্য ব্যাকুল ভাবে অপেক্ষা করছেন কাজল।
ব্রত পালনের মাঝেও নিজের ঘায়েল করা লুকে সোশ্যাল মিডিয়ায় ফের ঝড় তুলেছেন কাজল।